ভোর রাতের আগুনে ভস্মীভুত হল ২০টি দোকান। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ মু্ক্তারামবাবু স্ট্রিটের কাছে মার্কাস স্কোয়্যারে ঘটনাটি ঘটে। খবর পেয়ে যায় দমকলের ছ’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আসে শুক্রবার সকাল আটটা নাগাদ। দমকল কর্মীরা অবশ্য আগুন লাগার কারণ জানতে পারেননি। তবে তাঁরা জানান, দোকানগুলোর মধ্যে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচ ঘণ্টার মতো সময় লেগে যায়।