নিউ টাউনে সংঘর্ষে জখম তিন

দু’পক্ষের সংঘর্ষ ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল নিউ টাউনের আনন্দপল্লি। ঘটনায় আহত ৩ জন। নিউ টাউন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০১:২৮
Share:

দু’পক্ষের সংঘর্ষ ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল নিউ টাউনের আনন্দপল্লি। ঘটনায় আহত ৩ জন। নিউ টাউন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

তপু হাওলাদার নামে আহতদের এক জন অভিযোগ করেন, তাঁরা সেখানে একটি কাজ করছিলেন। তখন ননী নামে স্থানীয় এক যুবক তাঁর দলবল নিয়ে এসে কাজে বাধা দিয়ে মারধর করেন তাঁদের।

বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিধাননগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লিতে ওই জায়গায় একটি জলা রয়েছে। তার অনেকটাই রাবিশ-মাটি ফেলে ভরাট করা হয়েছে। সেখানে বাড়ি নির্মাণ কার দখলে থাকবে, তা নিয়েই বিবাদ। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পরেও এমন কাজ চলছে।

Advertisement

তবে জলাশয় ভরাট বা নির্মাণ সংক্রান্ত অভিযোগ এখনও তারা পায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাচক্রে, গোলমালে জড়িয়ে পড়া দু’পক্ষের লোকজনই শাসক দলের কর্মী বলে এলাকায় পরিচিত।

ইতিমধ্যেই বিধাননগর পুরসভা জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে। ‘‘অভিযোগ পেলে খতিয়ে দেখে অতি দ্রুত পদক্ষেপ করা হবে’’— বলছেন মেয়র সব্যসাচী দত্তও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন