ফাটল ধরল স্ট্র্যান্ড রোডে

ব্রিটিশ আমলে তৈরি মাটির নীচের নিকাশি সুড়ঙ্গের কিছুটা অংশ ভেঙে পড়ায় বিপত্তি ঘটল স্ট্র্যান্ড রোডে। রাস্তার উপরে শুক্রবার দুপুরে বড়সড় ফাটল দেখা দিল। আলগা হয়ে উঠে এল রাস্তার উপরের অংশের পিচের আস্তরণও। যার জেরে বন্ধ করে দিতে হল ওই অংশের যান চলাচল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৩১
Share:

গ্বালিয়র ঘাটের কাছে সেই এলাকা। — নিজস্ব চিত্র

ব্রিটিশ আমলে তৈরি মাটির নীচের নিকাশি সুড়ঙ্গের কিছুটা অংশ ভেঙে পড়ায় বিপত্তি ঘটল স্ট্র্যান্ড রোডে। রাস্তার উপরে শুক্রবার দুপুরে বড়সড় ফাটল দেখা দিল। আলগা হয়ে উঠে এল রাস্তার উপরের অংশের পিচের আস্তরণও। যার জেরে বন্ধ করে দিতে হল ওই অংশের যান চলাচল।

Advertisement

পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে ঘটনাটি ঘটেছে প্রিন্সেপ ঘাট এবং আউট্রাম ঘাটের মাঝে গ্বালিয়র ঘাটের কাছে স্ট্র্যান্ড রোডে। সুড়ঙ্গ ভেঙে পড়ার অভিঘাতে প্রায় চার ফুট রাস্তায় বিরাট ফাটল ধরে। ফলে যে কোনও সময়ে রাস্তার চাঙড় ভেঙে গর্ত হয়ে গিয়ে বিপদ হতে পারে। এর পরেই পুলিশ রাস্তার ওই অংশে ব্যারিকেড করে দেয়। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। খবর পাঠানো হয় পূর্ত দফতরকে।

খবর পেয়ে পূর্ত দফতরের কর্তারা ঘটনাস্থলে এসে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁরা জানিয়েছেন, রাস্তার তলায় ব্রিটিশ আমলে তৈরি একটি বড় নিকাশি সুড়ঙ্গ ছিল। এই সুড়ঙ্গটি ব্যবহার হয় ফোর্ট উইলিয়াম থেকে নিকাশি জল গঙ্গায় পাঠানোর জন্য। পূর্ত দফতরের এক বাস্তুকার বলেন, ‘‘ওই সুড়ঙ্গে বহু বছর ধরে কোনও মেরামতের কাজ হয়নি। যার জেরে বেশ কিছু অংশ কমজোর হয়ে পড়েছে। সুড়ঙ্গের ভিতরে কয়েকটি লোহার বিমও ভেঙে পড়েছে।’’ ওই কর্তা বলেন, ‘‘এ দিন সন্ধ্যা থেকেই সুড়ঙ্গ মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে সংস্কারের কাজ শেষ হতে দিন কুড়ি লাগবে।’’ তত দিন পর্যন্ত ওই এলাকায় যান চলাচল কিছুটা বিপর্যস্ত হবে বলেও জানান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন