এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রতিবন্ধী এক মহিলাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কলকাতার বন্দর এলাকায়। শুক্রবার মধ্যরাতে কলকাতার নাদিয়াল থানায় এই ধর্ষণের অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ নাদিয়াল থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। শারীরিক প্রতিবন্ধী এক মহিলাকে ধর্ষণের ঘটনার কথা জানানো হয়েছে। চিঠি লিখে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, শনিবার সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ অভিযুক্তকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। কেন তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা অভিযুক্তের পরিবারকে জানানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। শনিবার অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষার পর আদালতে হাজির করানো হবে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে খবর তদন্তকারী সূত্রে।