বিমানের ভেতরে মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার প্রৌঢ়

বিমানের ভিতরেই সহযাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল চন্ডিগড়ের বাসিন্দা সঞ্জয় কান্তকে। সোমবার সকালে ইন্ডিগোর বিমানে দিল্লি থেকে কলকাতায় আসার সময়ে ঘটনাটি ঘটেছে। সঞ্জয়কে গ্রেফতার করে এ দিনই ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। তাঁর জামিন হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৬ ১২:১৩
Share:

বিমানের ভিতরেই সহযাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল চন্ডিগড়ের বাসিন্দা সঞ্জয় কান্তকে। সোমবার সকালে ইন্ডিগোর বিমানে দিল্লি থেকে কলকাতায় আসার সময়ে ঘটনাটি ঘটেছে। সঞ্জয়কে গ্রেফতার করে এ দিনই ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। তাঁর জামিন হয়ে গিয়েছে।

Advertisement

ঘটনার প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, দিল্লি থেকে সকালের বিমান ধরার জন্য ভোরে ঘুম থেকে উঠতে হয়েছিল সঞ্জয়কে। বিমানে উঠে তিনি ঘুমিয়ে পড়েন। মাঝে ঘুম ভাঙার পরে আড়মোড়া ভাঙার সময়ে পা ছড়াতে গিয়েছিলেন সঞ্জয়। তাঁর ঠিক সামনের আসনে বসে ছিলেন ওই মহিলা যাত্রী। সেই সময়ে তাঁর গায়ে সঞ্জয়ের পা লেগে যায়। পঞ্চাশোর্ধ সঞ্জয় তা নিয়ে ক্ষমা চাওয়ার পরেও শুরু হয় বচসা। শেষে দিল্লির গ্রেটার কৈলাশের বাসিন্দা ওই মহিলাযাত্রীর করা ‘শ্লীলতাহানি’-র অভিযোগের ভিত্তিতে বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্তা সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এক অফিসারের কথায়, ‘‘অভিযোগ যখন হয়েছে, তখন গ্রেফতার করা ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় ছিল না।’’

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অফিসের একটি বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছিলেন সঞ্জয়। বিমান কলকাতায় নামার আগেই মহিলাযাত্রীর সঙ্গে তাঁর তীব্র বচসা শুরু হয়। কলকাতায় নামার আগেই ওই মহিলাযাত্রী বিমানসেবিকাদের জানান, তিনি সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ করতে চান। সেই মতো বিমান নামার পরে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-কে ডেকে নেন বিমানসেবিকারা। তাঁরাই সঞ্জয়কে বিমান থেকে নামিয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেন। সঞ্জয়ের সঙ্গে বিমানবন্দর থানায় যান ওই মহিলাও। তাঁর অভিযোগ, বচসার সময়ে সঞ্জয় তাঁর গায়ে হাত তুলতে উদ্যত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগে ওই মহিলা ‘শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে’ বলে উল্লেখ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement