Police Investigation

মোবাইল নম্বর বদলে ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হল সাড়ে তিন কোটি টাকা

বুধবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও প্রতারকের হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ৩ কোটি ১৫ লক্ষ টাকা আটকে দিতে পেরেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ০৯:৪৮
Share:

অভিযোগ, বিনা বাধায় আসল গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি বদল করা হয়েছিল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্তগ্রাহকের মোবাইল নম্বর বদলে দিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হল পুলিশের কাছে। এই ঘটনায় বুধবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও প্রতারকের হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ৩ কোটি ১৫ লক্ষ টাকা আটকে দিতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, গত সপ্তাহে হেয়ার স্ট্রিট থানা এলাকারএকটি বেসরকারি ব্যাঙ্কের তরফে অভিযোগ করে জানানো হয়,তাঁদের এক গ্রাহক যিনি বিদেশে থাকেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা ইউপিআইয়ের মাধ্যমে সরানো হয়েছে। অথচ গ্রাহক ওই টাকা সরানোর ব্যাপারে কিছুই জানেন না। এমনকি তাঁর মোবাইলে কোনও টাকা ওঠার মেসেজ যায়নি বলেও ব্যাঙ্ক জানায় পুলিশকে।

তদন্তে নেমে হেয়ার স্ট্রিট থানার পুলিশ জানতে পারে, বিদেশে বসবাসকারী ওই বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক সেজে ওই শাখায় গিয়েছিল কোনও এক ব্যক্তি। অভিযোগ, সে বিনা বাধায়আসল গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি বদলে দেয়। বদলানো সেই নম্বর থেকে ইউপিআইয়ের মাধ্যমে ওই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে নেয়। টাকা তোলা হয়েছে বুঝতে পেরে গ্রাহকের তরফে ব্যাঙ্কে যোগাযোগ করা হলে বিষয়টি সামনে আসে। এর পরেই ব্যাঙ্কের তরফে অজ্ঞাতপরিচিতের বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করা হয়।

এক তদন্তকারী জানান, প্রাথমিক তদন্তে ব্যাঙ্কের গাফিলতি সামনে এসেছে। কী ভাবে গ্রাহকেরস্বাক্ষর যাচাই না করে মোবাইল নম্বর বদলে দেওয়া হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন