শারদীয়ায় বইপ্রেমীদের জন্য এবিপি-র বিশেষ উপহার ABP MAGS

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে থেকে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপল স্টোর থেকে এবিপি ম্যাগস্: এবিপি বেঙ্গলি ম্যাগাজিনস অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ২০:২৫
Share:

সোমবার অ্যাপটি উদ্বোধন করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং অভিনেত্রী জয়া এহসান। ছবি: বিশ্বনাথ বণিক

দোকানে যাওয়ার ঝামেলা নেই। বালাই নেই ক্যুরিয়ার সার্ভিস-সহ বাড়তি খরচেরও। এ বার এক ক্লিকেই এবিপি গোষ্ঠীর সমস্ত বাংলা সাময়িকপত্র পড়া যাবে ‘এবিপি ম্যাগস্’-এ। শারদ উৎসবে প্রিয় পাঠকদের জন্য এমনই উপহার নিয়ে হাজির আমরা।

Advertisement

এর আগে, ২০১৬-এ পূজাবার্ষিকী অ্যাপ চালু করেছিলাম আমরা। এ বার চালু হয়েছে ‘এবিপি ম্যাগস্’ অ্যাপ। তাতে বিগত কয়েক বছরের পূজাবার্ষিকী তো বটেই, বিশ্বের যে কোনও প্রান্তে বসে সারা বছর এবিপি গোষ্ঠী থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ‘সানন্দা’, ‘আনন্দমেলা’, ‘আনন্দলোক’, ‘দেশ’, ‘বইয়ের দেশ’ পড়া যাবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে থেকে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপল স্টোর থেকে এবিপি ম্যাগস্: এবিপি বেঙ্গলি ম্যাগাজিনস অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

Advertisement

আরও পড়ুন: ষষ্ঠী থেকেই পুজোয় মাতলেন কাজল, জমালেন আড্ডাও​

আরও পড়ুন: ঋতাভরী চক্রবর্তীর বেছে দেওয়া উত্তর কলকাতার কিছু পুজো

তবে বিনামূল্যে নয়, অ্যাপ থেকে এবিপি-র সমস্ত পত্রিকা ডাউনলোড করতে ১১.৯৯ ডলার (প্রায় ৮৫০ টাকা) খরচ পড়বে। তাই শুধু নিজের জন্য নয়, প্রিয়জনের উপহার হিসেবেও এ বার বেছে নিতে পারেন এই সব পূজাবার্ষিকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন