গ্রিন অ্যানাকোন্ডা। —ফাইল চিত্র।
আলিপুর চিড়িয়াখানায় এ বার আসতে চলছে ‘বিশ্বের বৃহত্তম সাপ’ (ওজনের নিরিখে) গ্রিন অ্যানাকোন্ডা। শীঘ্রই ‘মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক’ থেকে দু’টি গ্রিন অ্যানাকোন্ডা আলিপুরে পৌঁছোবে বলে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার দফতর জানিয়েছে।
বন দফতর সূত্রের খবর, শাঁখামুঠি সাপ এবং গ্রিন ইগুয়ানার (গিরগিটি জাতীয় সরীসৃপ) বদলে চেন্নাইয়ের ‘ক্রোকোডাইল ব্যাঙ্ক’ থেকে মোট চারটি সবুজ অ্যানাকোন্ডা আনার বিষয়ে চুক্তি হয়েছে। বস্তুত, কয়েক বছর আগেই এ সংক্রান্ত আলোচনা শেষে সরকারি বিধি মেনে ‘সেন্ট্রাল জ়ু অথরিটি’র কাছে প্রয়োজনীয় অনুমোদন চেয়েছিলেন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সম্প্রতি সেই অনুমোদন এসে পৌঁছোনোর পরেই শুরু হয়েছে তৎপরতা।
গ্রিন অ্যানাকোন্ডাদের প্রদর্শনের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ এনক্লোজ়ার বানিয়েছেন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে প্রথমেই সেখানে তাদের রাখা হবে না। নিয়ম মেনে প্রথম কয়েক মাস লোকচক্ষুর অন্তরালে ‘কোয়ারেন্টিনে’ থাকবে তারা। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিলে স্থানান্তরিত করা হবে এনক্লোজ়ারে। পরের দফায় একই পদ্ধতি অনুসরণ করে আরও দু’টি গ্রিন অ্যানাকোন্ডাকে আনা হবে চেন্নাই থেকে। বনমন্ত্রীর দফতর জানিয়েছে, এ বারের শীতে চিড়িয়াখানার দর্শকদের জন্য ‘নতুন উপহার’ হিসেবে হাজির করা হতে পারে গ্রিন অ্যানাকোন্ডাদের। প্রসঙ্গত, অ্যানাকোন্ডা প্রজাতির সাপেরা দক্ষিণ আমেরিকার আমাজন নদী সন্নিহিত অরণ্যের বাসিন্দা। এর আগে ২০১৯ সালে ম্যাড্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে চারটি হলুদ (ইয়েলো)অ্যানাকোন্ডা আনা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। এখন তারা সফল ভাবে প্রজননও শুরু করেছে।