KMC Election 2021

KMC Election 2021: কংগ্রেস প্রার্থীকে বিবস্ত্র করে বেধড়ক মার! ‘দিদিক্র্যাসি চলছে’, বললেন অধীর

কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহা রবিবার রাত সওয়া ১১টা নাগাদ লোহাপট্টি এলাকার একটি দোকানে যান। সেই সময় হঠৎই একদল লোক তাঁকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ০১:২৯
Share:

১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেসপ্রার্থীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। নিজস্ব চিত্র।

কলকাতা পুরভোটের রাতে ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেসপ্রার্থীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ তৃণমূলকর্মীরাই এই হামলা চালিয়েছেন। তৃণমূল যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহা রবিবার রাত সওয়া ১১টা নাগাদ লোহাপট্টি এলাকার একটি দোকানে যান। সেই সময় হঠৎই একদল লোক তাঁকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকেন। মাটিতে ফেলে বিবস্ত্র করে তাঁকে মারধর করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের সেই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়।

Advertisement

এই হামলার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি টুইটে লেখেন, “বাংলায় ‘দিদিক্রেসি’-র অকথ্য চেহারা সামনে এল। পুরভোটে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন বলে কংগ্রেস প্রার্থীকে রাতের অন্ধকারে বিবস্ত্র করে মারা হল।” কংগ্রেসের অভিযোগ, প্রার্থীর স্ত্রী ও মেয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ সহযোগিতা করেনি। এই অভিযোগ নিয়ে আদালতে যাচ্ছে প্রদেশ কংগ্রেস। তবে, তৃণমূল এই মারধরের ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement