kolkata news

আইপিএল টিকিটের ‘কালোবাজারি’, ছবি তোলায় পুলিশের মার! দেখুন কী ভাবে

অভিযোগ উঠেছে, খোদ আইনরক্ষকদের একাংশই এই মারধরের ঘটনায় জড়িত। ওই যুবকের মোবাইল ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ১৯:১৫
Share:

এক পুলিশ কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন টিকিট কাটতে আসা ক্রিকেটপ্রেমীরা। তারই ছবি তুলছেন এক তরুণ। পরে এই তরুণকেই পেটানো হয়। ছবি: সুমন বল্লভ।

ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের কালোবাজারির ছবি মোবাইলে ধরে রাখার চেষ্টা করতে গিয়ে বেধড়ক মার খেলেন এক যুবক। তাঁকে জাপটে ধরে রাস্তায় ফেলে রীতিমতো পেটানো হল। অভিযোগ উঠেছে, খোদ আইনরক্ষকদের একাংশই এই মারধরের ঘটনায় জড়িত। ওই যুবকের মোবাইল ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, টিকিটের লাইনে কয়েক জন বহিরাগত ঢুকে পড়ায় একটা সমস্যা তৈরি হয়েছিল। পরে তা মিটেও যায়। এ নিয়ে কেউ কোনও অভিযোগ করেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি।

Advertisement

ইডেনে কলকাতা নাইট কাইডার্সের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের খেলা আগামী বুধবার। তারই টিকিট কাটার জন্য শনিবার সকাল থেকেই লাইন পড়েছিল ময়দানে। ঝাড়খণ্ড, অসমের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকেও ক্রিকেটপ্রেমীরা টিকিট কাটতে এসেছিলেন। অনেকে ভোর থেকেই দাঁড়িয়ে ছিলেন লাইনে। কিন্তু, ঘড়ির কাঁটা যতই এগোক, সেই তালে লাইন একফোঁটাও এগোয়নি বলে অভিযোগ। ক্ষীণ গতির লাইন ধরে কোনও কোনও ভাগ্যবান হয়তো টিকিট পেয়েছেন। তবে অনেকেরই অভিযোগ, বেশির ভাগ টিকিটই নাকি চলে গিয়েছে কালোবাজারিদের পকেটে। সেখান থেকে বেশি টাকার বিনিময়ে কেউ কেউ খেলা দেখার ছাড়পত্র নিজের পকেটে ঢুকিয়ে নিতে পেরেছেন। কিন্তু, সে জন্য পকেট থেকে খসাতে হয়েছে অন্তত দু’-আড়াই হাজার টাকা।

তার মধ্যেই অনেকে ঘোড়পুলিশের দাপট নিয়ে অভিযোগ তুলেছেন। উর্দিধারীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ কর্মীরাও প্রচুর পরিমাণে ছিলেন। যদিও লাইনে দাঁড়ানো একাধিক ক্রিকেটপ্রেমীর অভিযোগ, পুলিশকর্মীদের একাংশের সামনেই অবাধে টিকিটের কালোবাজারি হয়েছে। কখনও কখনও সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি করতে দেখা গিয়েছে জনগণকে। উত্তেজিত সেই দৃশ্য নিজের মোবাইলে তুলতে গিয়ে পুলিশকর্মীদের কাছে বেধড়ক মার খান ওই যুবক। পরে সংবাদমাধ্যমের কর্মীরা এক পুলিশকর্মীকে প্রশ্ন করায় তিনি কার্যত দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।

Advertisement

গোটাটাই ধরা পড়েছে আমাদের চিত্রসাংবাদিক সুমন বল্লভের ক্যামেরায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন