Coronavirus

করোনায় মৃত আরও এক পুলিশকর্মী

লালবাজার সূত্রের খবর, এ দিন ভোরে বেলেঘাটা ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় দীপঙ্কর সরকার (৪৫) নামে এক পুলিশকর্মীর। কলকাতা পুলিশের কনস্টেবল দীপঙ্কর জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের অতিরিক্ত ওসির দেহরক্ষী ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২০ ০২:৪২
Share:

দীপঙ্কর সরকার

শুক্রবারের পর ফের রবিবার। এ দিন ভোরে মৃত্যু হল আরও এক করোনা আক্রান্ত পুলিশকর্মীর। এই নিয়ে কলকাতা পুলিশ বাহিনীর আট জনের মৃত্যু হল করোনায়।

Advertisement

লালবাজার সূত্রের খবর, এ দিন ভোরে বেলেঘাটা ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় দীপঙ্কর সরকার (৪৫) নামে এক পুলিশকর্মীর। কলকাতা পুলিশের কনস্টেবল দীপঙ্কর জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের অতিরিক্ত ওসির দেহরক্ষী ছিলেন। বারাসতের বাসিন্দা দীপঙ্করের বাড়িতে রয়েছেন স্ত্রী, তিন বছরের ছেলে এবং দশ বছরের মেয়ে। দুপুরে হাসপাতালের তরফে দীপঙ্করের দেহ পুরসভার হাতে তুলে দেওয়া হয়। তখন সেখানে ছিলেন মৃত কনস্টেবলের স্ত্রী।

পুলিশ সূত্রের খবর, গত মাসের গোড়ায় উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করা হয়েছিল দীপঙ্করের। পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হওয়ায় বাড়িতেই ছিলেন তিনি। ফের শারীরিক সমস্যা দেখা দিলে গত মাসের ৬ তারিখ তাঁকে পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফের করোনা পরীক্ষা করা হলে জানা যায় ওই পুলিশকর্মীর রিপোর্ট পজ়িটিভ। এর পরেই ট্র্যাফিক গার্ড এবং লালবাজারের তরফে তাঁকে পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে অবস্থার অবনতি হলে ১৩ জুলাই গভীর রাতে দীপঙ্করকে বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কোভিড চিকিৎসার বিশেষ ভেন্টিলিশনে ছিলেন দীপঙ্কর। মাঝে অবস্থার উন্নতি হলেও তাঁকে ভেন্টিলিশন থেকে বার করা যায়নি। গত দু’দিন ধরে ফের অবস্থার অবনতি হয়েছিল।

Advertisement

লালবাজার সূত্রের খবর, এখনও পর্যন্ত বাহিনীর আট অফিসার এবং পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মোট সংক্রমিত পুলিশকর্মীর সংখ্যা ১৩০৮। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৫০ জন। এর পাশাপাশি রোজই বিভিন্ন থানা, ট্র্যাফিক গার্ড ও ইউনিটের পুলিশকর্মী এবং আধিকারিকেরা নতুন করে সংক্রমিত হচ্ছেন।

রবিবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তালতলা মহিলা থানার এক আধিকারিক। শনিবার সুস্থ হয়েছেন এনফোর্সমেন্ট শাখার এক আধিকারিক। অন্য দিকে, শনিবারই উল্টোডাঙা ট্র্যাফিক গার্ডের এক আধিকারিকের রিপোর্ট করোনা পজ়িটিভ এসেছে। তিনি হাসপাতালে ভর্তি। করোনা নিয়ে যাতে পুলিশ বা সাধারণ মানুষ অযথা আতঙ্কিত না হন, সুস্থ হয়ে ফিরে তিনি সেই বার্তাও দিয়েছেন।

আরও পড়ুন: ঘর থেকে উদ্ধার পচন ধরা দেহ

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement