Coronavirus

নিউ টাউনে শুরু অ্যান্টিবডি পরীক্ষা, উদ্যোগী বাসিন্দারা

শনিবার নিউ টাউনের সিএ ব্লকে আইজিজি অ্যান্টিবডি পরীক্ষার আয়োজন করে নিউ টাউনের আবাসিকদের নিয়ে তৈরি একটি সংগঠন। ওই সংগঠন সূত্রের খবর, নিউ টাউনের ৯৯ জন বাসিন্দা শিবিরে এসে পরীক্ষা করান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২০ ০২:২৫
Share:

অ্যান্টিবডি পরীক্ষার শিবিরে বাসিন্দারা। নিউ টাউনে। নিজস্ব চিত্র

করোনায় আক্রান্ত হলে আবাসনের মধ্যেই আলাদা করে রেখে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নিউ টাউনের একটি আবাসনের বাসিন্দারা উদ্যোগী হয়েছিলেন। এ বার এলাকাবাসীর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা জানতে পরীক্ষার ব্যবস্থা করল নিউ টাউনের আবাসিকদের আরও একটি সংগঠন।

Advertisement

শনিবার নিউ টাউনের সিএ ব্লকে আইজিজি অ্যান্টিবডি পরীক্ষার আয়োজন করে নিউ টাউনের আবাসিকদের নিয়ে তৈরি একটি সংগঠন। ওই সংগঠন সূত্রের খবর, নিউ টাউনের ৯৯ জন বাসিন্দা শিবিরে এসে পরীক্ষা করান। সংগঠনের এক কর্মকর্তা লুৎফুল আলম জানান, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে কিংবা রুটিরুজির প্রয়োজনে অনেককেই বাড়ির বাইরে বেরোতে হচ্ছে। তাই এত দিনে শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা জানার আগ্রহ থেকেই এ দিনের শিবিরে ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা। সংগঠন সূত্রের দাবি, নিউ টাউনের বহু বাসিন্দা যাঁরা পেশায় চিকিৎসক, প্যাথলজিস্ট বা মাইক্রোবায়োলজিস্ট, তাঁরা এ দিন ওই শিবিরে এসেছিলেন।

এর আগে বিধাননগর পুর এলাকা থেকে শুরু করে নিউ টাউনের বহু ক্লাব, বাসিন্দাদের সংগঠন এলাকাবাসীদের মধ্যে সচেতনতার প্রচার, মাস্ক বিলি, এবং এলাকা জীবাণুমুক্ত করার মতো কাজে এগিয়ে এসেছিলেন। নিউ টাউনের ওই সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করে সল্টলেকে বাসিন্দাদের একটি সংগঠনের এক কর্মকর্তা কুমারশঙ্কর সাধু বলেন, ‘‘এমন ভীতি তৈরি হচ্ছে যে, কাছের মানুষও দূরে সরে যাচ্ছে। কারও সাধারণ জ্বর, কাশি হলেও করোনার ভয়ে তিনি অচ্ছুত হয়ে যাচ্ছেন। এই মানসিক অবস্থা, ভীতি কাটিয়ে তুলতে সল্টলেকেও এমন উদ্যোগ প্রয়োজন রয়েছে।’’

Advertisement

নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) সূত্রের খবর, ইতিমধ্যে নিউ টাউনের মেলা প্রাঙ্গনে করোনা পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বাজারে বিক্রেতাদের বিনা মূল্যে করোনা পরীক্ষা করানো হবে। বিধাননগর মহকুমা হাসপাতালে ওই পরীক্ষা করা হবে। এনকেডিএ-র এক কর্তার কথায়, ‘‘স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনেই করোনার মোকাবিলা করা হচ্ছে। তবে সচেতনতা প্রচারে যে ভাবে বাসিন্দারা অগ্রণী ভূমিকা নিচ্ছেন, তা প্রশংসনীয়।’’

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন