Durga Puja Carnival 2025

রেড রোডের কার্নিভালে এই প্রথম শতাধিক পুজো কমিটি! রবিবার দুপুর থেকে কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

২০১৬ সালে প্রথম বার দুর্গাপুজো কার্নিভালের আয়োজন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। ২০২৫ সাল পর্যন্ত ধরলে সব থেকে বেশি সংখ্যক পুজো কমিটি এ বারের কার্নিভালে অংশ নেবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ২০:০০
Share:

রবিবার দুপুর থেকে রেড রোডে শুরু হবে পুজো কার্নিভাল। —প্রতিনিধিত্বমূলক ছবি।

নবম বর্ষে পা দিচ্ছে মমতার সরকারের দুর্গাপুজো কার্নিভাল। গত ৯ বারের মতো রবিবার, ৫ অক্টোবর অনুষ্ঠান হবে কলকাতার রেড রোডে। অংশগ্রহণে ডাক পাওয়া পুজো উদ্যোক্তারা তৈরি। রবিবার তাঁদের ট্যাবলো শোভাযাত্রা করে এগিয়ে যাবে গঙ্গার ঘাটের দিকে। বস্তুত, এ বারই প্রথম ১০০ ছাড়াল অংশগ্রহণকারীর সংখ্যা। আগেই কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কার্নিভাল উপলক্ষে ট্রাফিক যাননিয়ন্ত্রণের কথা। জেনে নিন, রবিবার কোন কোন রাস্তা বন্ধ থাকবে, রাজপথের কোথায় কোথায় গাড়ি রাখা যাবে না। হেঁটে কার্নিভাল যেতে চাইলে কোন পথ ধরবেন।

Advertisement

২০১৬ সালে প্রথম বার দুর্গাপুজো কার্নিভালের আয়োজন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। ২০২৫ সাল পর্যন্ত ধরলে সব থেকে বেশি সংখ্যক পুজো কমিটি এ বারের কার্নিভালে অংশ নেবে— ১১৩টি। ২০২৪ সালে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮৯। ২০২২ এবং ২০২৩ সালে প্রায় ১০০টি পুজোকমিটি রেড রোডের বর্ণাঢ্য শোভাযাত্রায়।

লালবাজারের তরফে জানানো হয়েছে, কার্নিভাল উপলক্ষে রবিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। আবার ট্রাফিক পুলিশের পূর্ব ঘোষণা অনুযায়ী, মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্দেশিকা বলবৎ থাকবে।

Advertisement

রবিবার দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র কার্নিভালে অংশ নেওয়া গাড়ি এ ক্ষেত্রে ছাড় পাবে। অন্য গাড়িগুলো বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। তা ছাড়া দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোডে (পশ্চিম দিকে) যান চলাচল বন্ধ থাকবে। দুপুর ২টো থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনস্‌ওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প বন্ধ থাকবে। আর শনিবার রাত ১২টা থেকে রবিবার ৯টা পর্যন্ত রেড রোডে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

কার্নিভাল দেখার জন্য মেট্রোরেলে সফর করলে নামতে হবে এসপ্ল্যানেড বা পার্ক স্ট্রিট স্টেশনে। তার পর ট্রাফিক পুলিশ নির্দেশিত পথে যেতে হবে। হেঁটে যাঁরা কার্নিভালে যাবেন, তাঁরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আরআর অ্যাভিনিউ ধরে যেতে পারবেন।

রবিবার দুপুর ১২টা থেকে কার্নিভালের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনসওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট ইত্যাদিতে গাড়ি রাখা নিষিদ্ধ।

প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত এবং পরিচিত তারকাকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে রেড রোডে কার্নিভালে। পুরো অনুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন। এ বার কারা কারা আসবেন, কী কী পারফরম্যান্স করবেন তাঁরা, তা নিয়ে কৌতূহলী কার্নিভাল নিয়ে উৎসাহী মানুষজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement