বাড়িতে কার্ড, টাকা উঠল চিনে

ওই দম্পতির দাবি, এটিএম কার্ড তাঁরা ব্যবহার করেন না। বেড়াতে যাওয়ার সময় সেটি বাড়ির আলমারিতে রেখে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন কার্ডটি সেখানেই রয়েছে। তাঁদের দুই সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন। তা হলে কী ভাবে চিন থেকে টাকা তুলে নেওয়া হল, তা নিয়ে ধোঁয়াশায় শুক্ল দম্পতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ১৩:৩৫
Share:

কার্ড রয়েছে কলকাতার বাড়িতে আলমারিতে। কিন্তু টাকা উঠল চিন থেকে! লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে ২ জুন এই অভিযোগ জানিয়েছেন প্রৌঢ় দম্পতি দিলীপ শুক্ল ও রীতা শুক্ল।

Advertisement

তাঁদের অভিযোগ, ২৯ মে রীতাদেবীর ফোনে এসএমএস পান, এক বেসরকারি ব্যাঙ্কের বালিগঞ্জ শাখায় তাঁদের অ্যাকাউন্ট থেকে ৬২,২০০ টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁরা মহীশূর বেড়াতে গিয়েছিলেন। পরের দিন কলকাতায় ফিরে এসে ওই ব্যাঙ্কের বালিগঞ্জ শাখার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানতে পারেন, চিনের একটি জায়গায় থেকে ওই টাকা তুলে নেওয়া হয়েছে। এতেই অবাক হয়ে গিয়েছেন তাঁরা।

ওই দম্পতির দাবি, এটিএম কার্ড তাঁরা ব্যবহার করেন না। বেড়াতে যাওয়ার সময় সেটি বাড়ির আলমারিতে রেখে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন কার্ডটি সেখানেই রয়েছে। তাঁদের দুই সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন। তা হলে কী ভাবে চিন থেকে টাকা তুলে নেওয়া হল, তা নিয়ে ধোঁয়াশায় শুক্ল দম্পতি।

Advertisement

লালবাজারের শীর্ষ কর্তারা জানাচ্ছেন, অভিযোগকারীদের ফোনে কেউ এটিএম কার্ডের পিন চেয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু পিন চেয়ে ফোন আসার কথা অস্বীকার করেছেন দিলীপবাবু। তিনি বলেন, ‘‘পিন জানতে চেয়ে ফোন আসেনি। তা ছাড়া আমি নিজে ব্যাঙ্কে চাকরি করেছি। তাই এই বিষয়ে সচেতন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন