Suicide

গঙ্গায় ঝাঁপ প্রৌঢ়ার, বাঁচালেন দুই যুবক

খবর পেয়ে চলে আসেন স্থানীয় ডুবুরি বীরেন কর্মকার। সকলে মিলে ওই প্রৌঢ়াকে ধরে ফের সাঁতার কেটে ফিরে আসেন জগন্নাথ ঘাটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২১ ০৭:১৩
Share:

প্রতীকী ছবি

ভরা কটালে ফুঁসছে গঙ্গা। তার মধ্যেই প্রায় হাবুডুবু খেতে খেতে ভেসে যাচ্ছেন এক মহিলা। এ হেন দৃশ্য দেখে আর দেরি করেননি স্নান করতে আসা দুই যুবক। খবর পেয়ে পৌঁছে যান স্থানীয় এক ডুবুরিও। সকলে মিলে সাঁতরে গিয়ে ওই প্রৌঢ়াকে উদ্ধার করে ফিরিয়ে আনেন ঘাটে। প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলুড়ের জগন্নাথ ঘাটে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, লালাবাবু সায়র রোডের ওই ঘাটে এ দিন সকাল ৬টা নাগাদ স্নান করতে এসেছিলেন স্থানীয় যুবক নীলমণি দাস ও ধনপতি মণ্ডল। হঠাৎ তাঁরা দেখেন, প্রায় ৩০০ মিটার দূরে জেটির কাছে এক মহিলা হাবুডুবু খাচ্ছেন। নীলমণি বলেন, ‘‘গঙ্গায় তখন জলস্তর অনেক উঁচুতে। জলের টানও রয়েছে। সেই টানেই ভেসে যাচ্ছিলেন মহিলা। তা দেখে আমরা ঝাঁপ দিই।’’ তাঁরা জানান, সাঁতার কেটে অম্বিকা জুট মিলের জেটির সামনে গিয়ে দেখা যায়, ওই প্রৌঢ়া হাবুডুবু খাচ্ছেন।

খবর পেয়ে চলে আসেন স্থানীয় ডুবুরি বীরেন কর্মকার। সকলে মিলে ওই প্রৌঢ়াকে ধরে ফের সাঁতার কেটে ফিরে আসেন জগন্নাথ ঘাটে। তত ক্ষণে খবর পেয়ে চলে এসেছে পুলিশ। বছর পঞ্চান্নর ওই প্রৌঢ়াকে হাসপাতালে প্রাথমিক

Advertisement

চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জেনেছেন, রামধন ঘোষ লেনের বাসিন্দা ওই মহিলা পারিবারিক অশান্তির জেরে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। পরে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন