Ballugunge Rape

বালিগঞ্জ ধর্ষণ-কাণ্ড: অস্ট্রেলিয়ায় গিয়ে স্ত্রীর বান্ধবীর সঙ্গেও ‘যৌন সম্পর্ক’ স্বামীর

ইতিমধ্যেই ওই মহিলার সঙ্গে তদন্তকারী অফিসারেরা যোগাযোগের চেষ্টা করছেন। অভিযোগকারিণী সত্যি কথা বলছেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার অভিযোগকারিণীর জা-সহ পরিবারের অন্য সদস্যদের বয়ান রেকর্ড করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ২০:৩৯
Share:

প্রতীকী চিত্র।

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে স্ত্রীর বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্বামী। বালিগঞ্জের ধর্ষণ-কাণ্ডের তদন্তে নেমে পুলিশের হাতে এমনই তথ্য উঠে এসেছে।

Advertisement

ওই নির্যাতিতা আগেই তাঁর ভাসুর এবং স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌন মানসিকতার বিষয়টি সামনে এনেছিলেন। এমনকি জায়ের সঙ্গে তাঁর স্বামীর যৌন সম্পর্কের কথাও পুলিশকে জানিয়েছিলেন। এ বার তিনি, ২০১৮ সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ায় গিয়ে স্বামী কী করেছিলেন, সেই অভিযোগ করলেন পুলিশের কাছে। জানিয়েছেন, তাঁরই বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক করেন স্বামী।

ইতিমধ্যেই ওই মহিলার সঙ্গে তদন্তকারী অফিসারেরা যোগাযোগের চেষ্টা করছেন। অভিযোগকারিণী সত্যি কথা বলছেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার অভিযোগকারিণীর জা-সহ পরিবারের অন্য সদস্যদের বয়ান রেকর্ড করা হয়েছে।

Advertisement

অন্য দিকে, যাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন বালিগঞ্জের অভিজাত পরিবারের ওই বধূ, সেই ভাসুরের সঙ্গে তার কী সম্পর্ক ছিল, তা-ও দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অভিযোগ জানানোর পর ওই নির্যাতিতার বিরুদ্ধেও বিভিন্ন তথ্য মিলেছে। বালিগঞ্জের ওই অভিজাত পরিবার পুলিশকে জানিয়েছে, তাঁর সঙ্গেও অনেকের বন্ধুত্ব ছিল। অনেক সময় কাউকে কিছু না জানিয়ে রাত করে বাড়ি ফিরতেন। সে সব বারণ করাতেই এই ধরনের অভিযোগ এনেছেন ওই নির্যাতিতা।

আরও পড়ুন: ‘ধর্ষক’কে ফোন কেন, বালিগঞ্জ মামলায় প্রশ্ন আদালতে

একটি ‘অডিও টেপ’ পুলিশের হাতে এসেছে। সেখানে ওই বধূ, তাঁর বোন এবং এক আত্মীয়ের সঙ্গে ‘কনফারেন্স কল’-এ কথা বলছেন। তা থেকে বিভিন্ন দিক উঠে আসছে বলে তদন্তকারীদের দাবি। ওই নির্যাতিতা জানিয়েছেন, ২০০৪-এর ২৬ জানুয়ারি তাঁর বিয়ে হয়। কয়েক বছর পর থেকেই স্বামীর বিকৃত লালসার শিকার হন তিনি। আগামী ১৪ জানুয়ারি অভিযোগকারিণী আদালতে গোপন জবানবন্দি দেবেন।

আরও পড়ুন: পাতালেও ধুন্ধুমার! নজিরবিহীন ভাবে ময়দানে মেট্রো আটকালেন ধর্মঘট সমর্থকরা

(শহরের প্রতি মুহূর্তের হেডলাইন, কলকাতার যে কোনও ব্রেকিং নিউজ পেতে ক্লিক করুন আমাদের কলকাতা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement