মেট্রো রেলের কাজের জন্য হাওড়া বঙ্কিম সেতু শনিবার থেকে সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মেট্রোরেল কর্তৃপক্ষ এবং প্রশাসন। প্রাথমিক কাজ শেষ হওয়ায় রবিবার রাত সাড়ে আটটায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হল সেতু। সেতুর নীচ দিয়ে টানেল বোরিং মেশিন কাজ করার জন্য নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছিল। শনিবার থেকেই সেতু বন্ধের কারণ ব্যপক যানজট হচ্ছিল ওই এলাকায়। সেতু খুলে দেওয়ার পর যাত্রী-নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি ভারী ডাম্পার চালিয়ে অবস্থা পর্যবেক্ষণ করা হয়।