একযোগে মাঠে বাজি পোড়াতে আবেদন

এলাকার মাঠ বা ফাঁকা জায়গায় জড়ো হয়ে বাসিন্দাদের আতসবাজি পোড়ানোর আর্জি জানাল বিধাননগর কমিশনারেট। শনিবার কমিশনারেটের ডিসি (সদর) অমিত জাভালগি জানান, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ০১:২০
Share:

শহর জুড়ে কড়া নিরাপত্তা থাকবে কালীপুজোয়।—নিজস্ব চিত্র।

এলাকার মাঠ বা ফাঁকা জায়গায় জড়ো হয়ে বাসিন্দাদের আতসবাজি পোড়ানোর আর্জি জানাল বিধাননগর কমিশনারেট। শনিবার কমিশনারেটের ডিসি (সদর) অমিত জাভালগি জানান, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ যাতে মানা হয়, সে ব্যাপারে কমিশনারেটের নজরদারি থাকবে বলে জানিয়েছেন তিনি। পৃথক ভাবে বাজি না পুড়িয়ে এলাকার মাঠ বা ফাঁকা জায়গায় একযোগে বাজি পোড়ানোর আর্জিও জানান তিনি।

Advertisement

বিধাননগর কমিশনারেট এলাকায় এ বছর মোট শ্যামাপুজোর সংখ্যা ২৪টি। ডিসি (সদর) জানিয়েছেন, তার মধ্যে বিধাননগর নর্থ, রাজারহাট, এয়ারপোর্ট, লেকটাউন থানা এলাকায় পুলিশ সক্রিয় থাকবে। দুর্ঘটনা এড়াতে এয়ারপোর্ট, এনএসসিবিআই, নারায়ণপুর, বাগুইআটি থানা এলাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে পুলিশ। বাসিন্দাদের সেই নির্দেশ মেনে চলার আর্জি জানান ডিসি (সদর)। বিধাননগর কমিশনারেটের ২৩৪১০৪৬৫, ২৩৩৫৭০০০ এবং ৯০৭৩৩৪৩৩৫৭ নম্বরে শব্দবাজি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন