দুর্ঘটনাগ্রস্ত বাসটি। নিজস্ব চিত্র।
ফের কলকাতার রাজপথে বেপরোয়া বাস চালানোর খেসারত দিতে হল যাত্রীদের। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন তিন জন।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে ৩৭/এ রুটের একটি বাস হাওড়ার দিকে যাচ্ছিল। ওই বাসের যাত্রীরা জানিয়েছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল পেরোতেই চালক বাসের গতিবেগ কয়েক গুণ বাড়িয়ে দেন। সেই সময় ওই বাসটির পিছনে ছিল হাওড়াগামী ৪১ নম্বর রুটের অন্য একটি বাস। পিছন থেকে একই রুটের আরও একটি বাস আসতে দেখেই গাড়ির বেগ বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। পার্ক স্ট্রিটের কাছে হঠাৎ করে ৩৭/এ রুটের বাসের সামনে একটি প্রাইভেট গাড়ি এসে পড়ে। ওই গাড়িটিকে বাঁচাতে গিয়ে ব্রেক কষেন বাসচালক। এর ফলে তীব্র ঝাঁকুনি হয়।
গুরুতরভাবে আহত হয়েছেন এক বাসযাত্রী।
এর জেরে বাসের মধ্যে থাকা যাত্রীরা গুরুতর ভাবে আহত হয়েছেন। তিন জন যাত্রীর আঘাত গুরুতর। এই ঘটনার পরেই বাসযাত্রীরা পার্ক স্ট্রিট মোড়ের কাছে বাসটিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যাত্রীরা ক্ষেপে গিয়ে চালককে মারধর করেন। এর পর তাঁকে পুলিশের হাতে তুলে দেন বাসযাত্রীরা। শেক্সপিয়র সরণিতে বাসচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বাসচালকের নাম মহাদেব মণ্ডল। তাঁকে এবং বাসটিকে পুলিশ আটক করেছে।
আরও পড়ুন: কলকাতা এ বার নতুন সাজে আনন্দ উৎসবে