রোগীর মৃত্যু, হাসপাতালে গোলমাল

রোগী মৃত্যুকে কেন্দ্র করে মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এর কর্মীদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠল। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০০:২০
Share:

রোগী মৃত্যুকে কেন্দ্র করে মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এর কর্মীদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠল।
অভিযোগ, রোগীর পরিবার হাসপাতালে ভাঙচুরের চেষ্টা করেন। দুই কর্মীকে মারধর ও হেনস্থাও করা হয়। হাসপাতালের তরফে এ নিয়ে বেনিয়াপুকুর থানায় রোগীর পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে গার্ডেনরিচের বাসিন্দা জহর সাউয়ের (৭০) মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। জহরবাবু ৯ বছর ধরে পারকিনসন্সের রোগী। সেই সমস্যা বাড়ায় গত ১৪ তারিখে ফের তাঁকে ওই ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। ভর্তির ক’দিন পরেই জহরবাবুর ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। সেই সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়েই শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকদের গাফিলতির কারণেই জহরবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের বিষয়টি জানান। যদিও ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এর সিইও অমিত রায় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘রোগীর সেপ্টিসেমিয়া হয়ে গিয়েছিল। তাতেই মৃত্যু হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement