Kolkata Police

মানুষের পাশে পুলিশ

শুধু খাবার দেওয়া নয়, পর্ণশ্রী, সরশুনার মতো থানা করোনা রোগীদের জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ০৬:১৫
Share:

ফাইল চিত্র।

করোনার সংক্রমণ কমাতে জারি হওয়া কড়াকড়ি কার্যকর করতে রাস্তায় নেমেছেন তাঁরা। আবার বিপাকে পড়া মানুষের পাশেও দাঁড়াচ্ছেন সেই আইনরক্ষকেরাই।

Advertisement

লালবাজার জানিয়েছে, ফুটপাতবাসী, হকার থেকে শুরু করে দরিদ্র সাধারণ মানুষ যাতে খাবার পান, তার জন্য ট্র্যাফিক গার্ড এবং থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার থেকে কলকাতা পুলিশ এলাকার সব থানা এবং ট্র্যাফিক গার্ড নিজেদের এলাকায় ৫০০ মানুষকে রোজ দু’বেলা রান্না করা খাবার দিচ্ছে।

শুক্রবারের মতো শনিবারও বিভিন্ন থানা দুপুর এবং রাতে খাবার বিলি করেছে। আবার হেড কোয়ার্টার্স ট্র্যাফিক গার্ড-সহ অন্যান্য ট্র্যাফিক গার্ড নিজেদের এলাকায় খাবারের গাড়ি নিয়ে গিয়ে খাবার পরিবেশন করেছে। শনিবার ভবানীপুর থানা একটি বেসরকারি সংস্থার সাহায্যে কয়েক হাজার মানুষকে মাস্ক, সানিটাইজার এবং খাবার দেয়। পুলিশ সূত্রের খবর, যাদবপুর এবং কসবা থানার আধিকারিকেরা পথকুকুরদের জন্যও খাবারের ব্যবস্থা করেছেন।

Advertisement

এক পুলিশকর্তা জানিয়েছেন, গত বছরও লকডাউনের শুরু থেকেই সাধারণ মানুষের পাশে পুলিশ দাঁড়িয়েছে। এ বারও শুধু খাবার দেওয়া নয়, পর্ণশ্রী, সরশুনার মতো থানা করোনা রোগীদের জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেছে। বেনিয়াপুকুর থানা তৈরি করেছে একটি অক্সিজেন পার্লার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement