Coronavirus in West Bengal

হাওড়ায় সংক্রমিত আর এক পুরকর্তা

কয়েক সপ্তাহ আগেই হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী সংক্রমিত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ০২:৩২
Share:

সাফাই: দিন দুয়েক আগে ধরা পড়েছে সংক্রমণ। বন্ধ জিপিও-র সামনে চলছে জীবাণুমুক্ত করার কাজ। বৃহস্পতিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

করোনায় আক্রান্ত হলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ গৌতম চৌধুরী ও তাঁর মা। তাঁরা উত্তর হাওড়ার বাসিন্দা। বুধবার রাতে তাঁদের হাওড়ার গোলাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, গৌতমবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁর মাকে আইসিইউয়ে রাখা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী সংক্রমিত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন। তিনিও উত্তর হাওড়ার বাসিন্দা।

গত মঙ্গলবার গৌতমবাবু স্থানীয় এক প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে নস্করপাড়া এলাকায় পুরসভার সালকিয়া ভূগর্ভস্থ জলাধারের পাইপ মেরামতির কাজ দেখতে গিয়েছিলেন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সে দিন তাঁর সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের চিহ্নিত করে হোম কোয়রান্টিনে পাঠানো হবে।

Advertisement

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, উত্তর হাওড়ায় ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ জন্য নতুন করে ১, ৩, ৪, ৫, ৭, ১০, ১১, ১৫, এবং ১৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি গলি কন্টেনমেন্ট জ়োনের আওতায় আনা হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, ওই এলাকার যেসব বাসিন্দা এর আগে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেক বেশি।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গোলাবাড়ি ট্র্যাফিক গার্ডের এক কনস্টেবলও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি লিলুয়ার পুলিশ কোয়ার্টার্সে থাকেন। ওই কনস্টেবলকেও গোলাবাড়ির ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন