মিছিলে, অবরোধে যানজট, পরপর ভোগান্তি  

পুলিশ জানায়, এ দিন দুপুর ২টো থেকে শ’চারেক কংগ্রেসকর্মী লালবাজার অভিযান উপলক্ষে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করেন। এর জেরে ফিয়ার্স লেনে দুপুরে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ০১:৩৮
Share:

পথ আটকে: মিছিলের জেরে ওয়েলিংটনে যানজটে আটকে স্কুলফেরত পড়ুয়াদের রিকশা। বুধবার, ধর্মতলায়। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

একই দিনে একাধিক মিছিল ও সমাবেশ। যার জেরে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানজটে অবরুদ্ধ হয়ে রইল উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশ। ভুগতে হল অসংখ্য সাধারণ মানুষকে।

Advertisement

পুলিশ জানায়, এ দিন দুপুর ২টো থেকে শ’চারেক কংগ্রেসকর্মী লালবাজার অভিযান উপলক্ষে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করেন। এর জেরে ফিয়ার্স লেনে দুপুরে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কংগ্রেসের মিছিল নির্মলচন্দ্র স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে ফিয়ার্স লেনে পৌঁছতেই মিছিলকারীদের আটকানো হয়। তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ফিয়ার্স লেন বন্ধ থাকায় চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লালবাজার স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট ও গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে গাড়ির গতি বেশ শ্লথ ছিল। উত্তর কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়া গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। আবার শিয়ালদহ থেকে হাওড়ামুখী যানবাহন বি বি গাঙ্গুলি স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে পাঠানো হয়।

কংগ্রেসের পাশাপাশি এ দিন দুপুর আড়াইটে নাগাদ রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কোর্স বা পিটিটিআই-উত্তীর্ণেরা আর একটি মিছিল করে কলেজ স্ট্রিট পর্যন্ত হাঁটেন। ওই মিছিলে ছিলেন প্রায় চারশো জন। প্রায় একই সময়ে দু’টি মিছিল বেরোনোয় ওয়েলিংটন, লেনিন সরণি, নির্মলচন্দ্র স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লালবাজার স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট-সহ ধর্মতলার আশপাশের রাস্তায় বেশ কিছু ক্ষণের জন্য যানজট তৈরি হয়। এ দিন দুপুরে আবার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মেয়ো রোডের গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করেন অনগ্রসর সম্প্রদায়ের মানুষ।

Advertisement

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অবরোধে অঙ্গনওয়াড়ি কর্মীরা। বুধবার, ধর্মতলায়। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

লালবাজার সূত্রের খবর, হেয়ার স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে অভিভাবকেরা এ দিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখান। শ’তিনেক অভিভাবকদের ওই বিক্ষোভ সমাবেশের জেরে এ দিন সকালের দিকে কলেজ স্ট্রিট, মহাত্মা গাঁধী রোড, বিধান সরণি ও বি বি গাঙ্গুলি স্ট্রিটে তীব্র যানজট হয়। এ দিনই আবার একাধিক দাবিদাওয়া নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা রানি রাসমণি রোডের একাংশ অবরোধ করেন। বেলা ১১টা থেকে প্রায় চার ঘণ্টা রানি রাসমণি রোডের একাংশ বন্ধ থাকায় ডোরিনা ক্রসিং-সহ ওই এলাকায় যানজট হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন