Suicide Case in Kolkata

চারতলার ছাদ থেকে পড়ে যোধপুর পার্কে মৃত্যু কলেজছাত্রীর! দিদির সঙ্গে ঝগড়ার জেরে মরণঝাঁপ?

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতা সায়নী শেখ ১৫ বছর বয়স থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে দিদির সঙ্গে তাঁর বচসা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৭:৫১
Share:

—প্রতীকী ছবি।

দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকায় একটি চারতলা বাড়ির ছাদ থেকে পড়ে বুধবার দুপুরে মৃত্যু হল এক তরুণীর। লেক থানা সূত্রের খবর, মৃতার নাম সায়নী শেখ (২১)। তিনি আদতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকার বাসিন্দা।

Advertisement

বর্ধমানের কালনা কলেজের প্রথম বর্ষের ছাত্রী সায়নী এবং তাঁর দিদি ৪০৬ যোধপুর পার্কের ওই বাড়িতে পেইং গেস্ট হিসাবে থাকতেন। পরিবার সূত্রের খবর, বুধবার দুপুরে তিনি ছাদে উঠেছিলেন। সেখান থেকেই পড়ে গিয়েছিলেন বা ঝাঁপ দিয়েছিলেন। রক্তাক্ত অবস্থায় সায়নীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ‘মৃত’ ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৫ বছর বয়স থেকেই সায়নী মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে দিদির সঙ্গে তাঁর বচসা হয়েছিল। পুলিশ সূত্রের খবর, মৃতার মানসিক চিকিৎসার বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement