Assault

পুজোর আয়োজন নিয়ে গণ্ডগোল! কসবায় বিশেষ ভাবে সক্ষম যুবককে হেনস্থার অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবার এক পাড়ায় পুজোর আয়োজন নিয়ে স্থানীয় এক ক্লাবের সদস্যদের সঙ্গে গোল বাঁধে মঙ্গল হালদারের। তিনি বিশেষ ভাবে সক্ষম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২২:২৮
Share:

— প্রতীকী চিত্র।

কসবায় বিশেষ ভাবে সক্ষম এক যুবককে হেনস্থার অভিযোগ উঠল। তাঁকে সমর্থন করতে এগিয়ে এসে হেনস্থার শিকার তাঁর কাকাও। অভিযোগের তির স্থানীয় ক্লাবের সদস্যদের দিকে। এই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হননি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবার এক পাড়ায় পুজোর আয়োজন নিয়ে স্থানীয় এক ক্লাবের সদস্যদের সঙ্গে গোল বাঁধে মঙ্গল হালদারের। তিনি বিশেষ ভাবে সক্ষম। অভিযোগ, তাঁকে মারধর করেন কয়েক জন। তাঁর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন তাঁর কাকা। তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement