Kolkata Metro Service

নোয়াপাড়ায় পাল্টানোর ঝক্কি নেই, একই মেট্রোয় বিমানবন্দর থেকে চলে যাওয়া যাবে শহিদ ক্ষুদিরামে, রইল সূচি

কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত (অরেঞ্জ লাইন) পরিষেবা এখনও পুরোপুরি শুরু হয়নি। চিংড়িঘাটা মোড়ের কাজ মিটলেই কবি সুভাষ থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। এ বার ইয়েলো লাইন আর ব্লু লাইন মিলিয়ে দিচ্ছে এই নয়া পরিষেবা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:১৩
Share:

বিমানবন্দর থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা মিলবে। — ফাইল চিত্র।

বিমানবন্দর থেকে সরাসরি এ বার পৌঁছে যাওয়া হবে শহিদ ক্ষুদিরামে। না, নোয়াপাড়ায় নেমে অন্য মেট্রো ধরার ঝামেলা নেই। জয়হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া হয়ে একই মেট্রোতে পৌঁছে যাওয়া যাবে শহিদ ক্ষুদিরাম স্টেশনে।

Advertisement

কলকাতা মেট্রো সূত্রে খবর, আপাতত দিনে দু’টি সরাসরি মেট্রো চলবে। দিনের ব্যস্ত সময়েই ওই দুই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আগামী সোমবার অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকেই মিলবে এই দুই পরিষেবা। একটা সকালে আর রাতে। সূচি অনুযায়ী, দু’টি মেট্রো ছাড়বে বিমানবন্দর স্টেশন থেকে। তার পরে তা নোয়াপাড়া হয়ে পৌঁছে যাবে শহিদ ক্ষুদিরামে।

মেট্রো কর্ততৃপক্ষ জানিয়েছেন, বিমানবন্দর-শহিদ ক্ষুদিরাম, দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৯টা ৩৬মিনিটে। অর্থাৎ সেই সময় বিমানবন্দর থেকে ছাড়বে মেট্রোটি। আর দ্বিতীয় বা শেষ পরিষেবা বিমানবন্দর থেকে পাওয়া যাবে রাত ৯টায়।

Advertisement

কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত (অরেঞ্জ লাইন) পরিষেবা এখনও পুরোপুরি শুরু হয়নি। চিংড়িঘাটা মোড়ের জট না-কাটায় এখনও তিন পিলারে লাইন পাতার কাজ বাকি। সেই কাজ মিটলেই কবি সুভাষ থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। বর্তমানে ওই লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। আর বিমানবন্দর থেকে দমদম, এসপ্ল্যানেড বা টালিগঞ্জ পৌঁছোতে হলে যাত্রীদের নোয়াপাড়া থেকে মেট্রো পরিবর্তন করতে হয়। তবে এখন আপাতত দিনে দু’টি মেট্রোয় সরাসরি বিমানবন্দর থেকে কবি সুভাষ পৌঁছে যাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement