Rabindra Sarobar Lake

রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেল কিশোর! ডুবে মৃত্যু, গাছে আটকেছিল পা? ক্ষুব্ধ স্থানীয়েরা

বালিগঞ্জ থেকে রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে এসেছিল ১৬ বছরের কিশোর। কিন্তু জল থেকে আর উঠতে পারেনি। ডুবে মৃত্যু হয়েছে তার। স্থানীয়েরা ক্ষোভ উগরে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ০৯:৫৯
Share:

রবীন্দ্র সরোবর লেকে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে কিশোরের। —নিজস্ব চিত্র।

কলকাতার রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেল ১৬ বছরের কিশোর। লেকের জলে ডুবে মৃত্যু হয়েছে তার। রবিবার সকালে লেকে সাঁতার কাটতে গিয়েছিল সে। স্থানীয়দের অভিযোগ, লেকের জলে থাকা গাছগাছালিতে তার পা আটকে গিয়েছিল। সেই কারণেই কিশোর জল থেকে উঠে আসতে পারেনি। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়েরা। অভিযোগ, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবেই এই মৃত্যু।

Advertisement

গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসের বাসিন্দা ১৬ বছরের শিভম সিংহ। রবিবার সকালে সে লেকে সাঁতার কাটতে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলে নামার কিছু ক্ষণের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে কিশোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এমআর বাঙুর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

রবীন্দ্র সরোবরে অনেকেই প্রতি দিন সকালে সাঁতার কাটতে যান। নিয়মিত হাঁটতেও যান অনেকে। রবিবার সকালে যাঁরা ছিলেন, কিশোরের মৃত্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অভিযোগ, দীর্ঘ দিন লেকের জল পরিষ্কার করা হয় না। রক্ষণাবেক্ষণ প্রায় হয় না বললেই চলে। জলের মধ্যে আগাছায় ছেয়ে গিয়েছে, যা উপর থেকে দেখা যায় না। যাঁরা নিয়মিত সাঁতার কাটেন, তাঁরা জানেন কোথায় গাছগাছালি থাকতে পারে। সেই দিকটি তাঁরা এড়িয়ে চলেন। কিন্তু অনেকেই এই বিপদের কথা জানেন না। স্থানীয় এক জন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি প্রতি দিন এখানে সাঁতার কাটতে আসি। ছেলেটি এই বটগাছের নীচের দিকে জলে নেমেছিল। এখানে কোনও রক্ষণাবেক্ষণ নেই। জল আগাছায় ভরে রয়েছে। আমরা যাঁরা বিষয়টি জানি, তাঁরা লেকের মাঝখান দিয়ে সাবধানে সাঁতার কাটি। কিন্তু যে জানে না তার তো পা আটকে যাবেই। কর্তৃপক্ষের গাফিলতি ছাড়া আর কিছুই নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement