পার্কিংয়ের জন্য আরও ১৪টি স্থান নির্দিষ্ট করা হয়েছে সল্টলেকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
সল্টলেকে পার্কিংয়ের জন্য ১৪টি নতুন জায়গা চিহ্নিত করা হয়েছে। বিধাননগর পুরসভার তরফে বিধাননগর ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে ওই জায়গাগুলি নির্দিষ্ট করেছে। নির্দিষ্ট ভাড়া দিয়ে সেখানে গাড়ি রাখা যাবে। এ ছাড়া, গাড়ির জন্য নতুন নিয়মও চালু করা হচ্ছে। পার্কিং ছাড়া সল্টলেক-সহ বিধাননগর পুর এলাকায় ১৫ মিনিটের বেশি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না। আপাতত এমনই পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
সল্টলেকের রাস্তায় ইতিমধ্যে বেশ কয়েকটি ‘ফি পার্কিং জ়োন’ রয়েছে। নির্দিষ্ট মূল্যে সেখানে গাড়ি রাখা যায়। নতুন নিয়ম চালু হলে কোনও শপিং মল বা স্কুলের সামনে গাড়ি দাঁড় করানো যাবে না। রাস্তার ধারে ১৫ মিনিটের বেশি গাড়ি রাখাও যাবে না। তার বেশি সময়ের জন্য গা়ড়ি দাঁড় করানোর প্রয়োজন হলে নির্দিষ্ট স্থানে ‘পার্ক’ করতে হবে। দিতে হবে নির্ধারিত মূল্য।
নির্দিষ্ট পার্কিং জ়োনে চারচাকার গাড়ি রাখতে হলে প্রথম ঘণ্টার জন্য ২০ টাকা দিতে হবে। তার পরে প্রতি ঘণ্টায় দিতে হবে ১৫ টাকা করে। দু’চাকার গাড়ির জন্য প্রথম ঘণ্টায় ১০ টাকা এবং তার পর প্রতি ঘণ্টায় পাঁচ টাকা করে দিতে হবে। বাস বা ট্রাকের মতো বড় গাড়ির জন্য পার্কিংয়ের ভাড়া বেশি। প্রথম ঘণ্টায় ওই সব গাড়ির জন্য ৫০ টাকা করে বরাদ্দ। তার পরে প্রতি ঘণ্টায় দিতে হবে ৩৫ টাকা করে।
সল্টলেকের রাস্তায় যানজট এড়াতে বরাবরই তৎপর প্রশাসন। নির্দিষ্ট পরিকল্পনা করে পার্কিং জ়োন আগেও চিহ্নিত করে দেওয়া ছিল। কিন্তু তার পরেও পার্কিং নিয়ে কোথাও কোথাও সমস্যা থেকে গিয়েছে বলে অভিযোগ। রাস্তার ধারে ঘণ্টার পর ঘণ্টা পার্কিং ছাড়াই গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা দেখা যাচ্ছিল। এতে ছোট রাস্তায় যান নিয়ন্ত্রণে সমস্যা হয়। এ নিয়ে গত বছর কলকাতা হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল বিধাননগর পুরসভাকে। আদালত জানিয়েছিল, পার্কিংয়ের জায়গা নির্দিষ্ট করে দিতে হবে। গাড়ি রাখার জন্য মূল্য নির্ধারণ করতে হবে এবং তা ঠিকমতো সংগ্রহ করা হচ্ছে কি না, সে দিকে নজর রাখতে হবে। আপাতত সেই সমস্যা দূর করতে পুলিশের সঙ্গে কথা বলে নতুন নিয়ম চালু করছে পুরসভা। বাড়ানো হচ্ছে পার্কিং জ়োনের সংখ্যা।
১৪টি নতুন পার্কিং জ়োনের তালিকা: