Geeta Path in Brigade

গীতাপাঠের দিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য বিক্রেতাদের মারধর! ময়দান থানায় দায়ের জোড়া এফআইআর

৫০ বছরের রিয়াজুলের বাড়ি হুগলির আরামবাগে। তিনি অভিযোগে জানান, ৭ ডিসেম্বর দুপুর ১টার সময় ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। সেই সময় কয়েক জন চড়, ঘুষি মেরেছেন তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২১:০০
Share:

(বাঁ দিকে) আক্রান্ত শেখ রিয়াজুল। অভিযুক্ত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গীতাপাঠের দিন, রবিবার ময়দানে দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োতে দেখা গিয়েছে, চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর করা হচ্ছে। বিক্রেতাদের বাক্স থেকে সব প্যাটিস ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনায় ময়দান থানায় জোড়া এফআইআর দায়ের হল মঙ্গলবার। এফআইআর করলেন দুই বিক্রেতাই।

Advertisement

রবিবার ময়দানে ছিল গীতাপাঠের কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। অভিযোগ, ব্রিগেডের ময়দানে দু’জনকে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্রিগেডের ময়দানে ঘুরে ঘুরে প্যাটিস বিক্রি করছিলেন এক বিক্রেতা। সেই সময় তাঁকে ঘিরে ধরেন কয়েক জন। অভিযোগ, সেই সময় বিক্রেতাকে কান ধরে উঠবসও করানো হয়। সেই অভিযোগ জানিয়েছে ময়দান থানায় মামলা রুজু করেছেন দুই প্যাটিস বিক্রেতা মহম্মদ সালাউদ্দিন এবং শেখ রিয়াজুল।

৫০ বছরের রিয়াজুলের বাড়ি হুগলির আরামবাগে। তিনি অভিযোগে জানান, ৭ ডিসেম্বর দুপুর ১টার সময় ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। সেই সময় কয়েক জন চড়, ঘুষি মেরেছেন তাঁকে। তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। রিয়াজুলের অভিযোগ, বাক্সে থাকা ৩০০০ টাকার খাবার নষ্ট করা হয়েছে। ওই ঘটনায় তিনি আহত হয়ে এসএসকেমে যান। পরে তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। অন্য এক অভিযোগকারী সালাউদ্দিনের বয়স ৬০ বছর। তিনি কলকাতার তপসিয়ার বাসিন্দা। এফআইআরে জানিয়েছেন, রবিবার দুপুর আড়াইটে নাগাদ ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির সময় হেনস্থার শিকার হয়েছেন। তাঁকে থাপ্পড় মারা হয়েছে বলেও অভিযোগ। আরও অভিযোগ, তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (২), ১২৬ (২), ১১৫ (২), ২৯৯, ৩৫১ (৩), ৩২৩ (২) ধারায় মামলা রুজু হয়েছে। একই ঘটনায় থানায় গিয়ে অভিযোগ করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে জানান, সুপ্রিম কোর্ট যাকে গণপিটুনি বলছে, তা-ই ঘটেছে রবিবার ময়দানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement