নিউ টাউনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণে ছড়াল আতঙ্ক

সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:১৯
Share:

প্রতীকী ছবি।

ভোররাতে নিউটাউনের সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন লাগল। বাগরি মার্কেট, গড়িয়াহাটের পর সাপুরজি মার্কেট। এই নিয়ে গত ৬ মাসে পরপর তিনটি বড় আগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কলকাতা। গত বছরে ১৬ সেপ্টেম্বর বাগড়ি মার্কেটে আগুন লাগে। চারদিন পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ বছরে জানুয়ারিতে গড়িয়াহাট মার্কেটে আগুন লাগে। ১১ ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Advertisement

সূত্রের খবর, ভোর ৪টে নাগাদ সাপুরজি একটি দোকানে আগুন লাগে। দোকানে দাহ্য পদার্থ মজুত থাকায় খুব দ্রুত আসেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ৩০টি দোকান। দোকানের ভিতর পরপর কতগুলি সিলিন্ডারেও বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। ৫টি ইঞ্জিনই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে।

Advertisement

দমকল সূত্রের খবর, তাদের পৌঁছনোর আগেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন এলাকার কয়েকজন ব্যক্তি। তাঁদের মধ্যে ২জন জখম হন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না রাজ্য’, মেট্রো চ্যানেলে ধর্নায় বসার পথে শিলিগুড়ির মেয়র

আগুনে মার্কেট বেশিরভাগটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। দোকানদাররা সেই ছাইয়ের মধ্যে থেকে খুচরো পয়সা খুঁজছেন, এমন দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়। এক দোকান বলেন, ‘‘সব পুড়ে গিয়েছে। এখন খুচরো পয়সা খুঁজছি।’’

এক দমকল কর্তা বলেন, ‘‘এটা অস্থায়ী বাজার। প্রচুর বৈদ্যুতিক তারের হুকিং থাকে। দোকানের ভিতরেও আগুন জ্বালানো হয়। সেখান থেকেই আগুনটা লেগেছে বলে অনুমান। আগুনটাকে ৪০ মিনিট লেগেছে নিয়ন্ত্রণে আনতে। পুরোপুরি আগুন নেভাতে আরও ৪০ মিনিট লেগেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন