সল্টলেকের অফিসে আগুন, অসুস্থ ৩

সাতসকালেই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল সল্টলেকে। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ সল্টলেকের ওয়েবেল এসটিপি-২ ভবনের তিনতলায় আগুন লাগে। ওই বিল্ডিং লাগোয়া রাস্তা থেকে পথচারীরা দেখতে পান, তিনতলার থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। তিনতলায় একটি বেসরকারি মোবাইল সংস্থার অফিস রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ১১:০৭
Share:

সাতসকালেই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল সল্টলেকে। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ সল্টলেকের ওয়েবেল এসটিপি-২ ভবনের তিনতলায় আগুন লাগে। ওই বিল্ডিং লাগোয়া রাস্তা থেকে পথচারীরা দেখতে পান, তিনতলার থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। তিনতলায় একটি বেসরকারি মোবাইল সংস্থার অফিস রয়েছে। ক্রমাগত ধোঁয়া বের হয়ে তা উপরের দিকে উঠতে থাকে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলকে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকলকর্মীরা জানিয়েছেন, চারতলায় কাজ করছিলেন এক মহিলা নিরাপত্তাকর্মী। ধোঁয়ার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ ও দমকল সূত্রে খবর, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছেন ওই মহিলাকর্মী এবং আরও দু’জন। ওই তিন জনই হাসপাতালে চিকিৎসাধীন। আগুনের জেরে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে তিনতলায় ওই অফিসের সার্ভার রুমটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement