পুজো মিটে যেতেই মিষ্টির দোকানে আগুন

বুধবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা মেন রোডের ফুলবাগান মোড়ে একটি মিষ্টির দোকানে। প্রায় পুরো দোকানটি পুড়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:০৪
Share:

গলগলিয়ে: জ্বলছে মিষ্টির দোকান। বুধবার, ফুলবাগান মোড়ে। নিজস্ব চিত্র

সবে শেষ হয়েছিল দোকানের বিশ্বকর্মা পুজো। হঠাৎই কর্মীরা দেখেন, দোকানের পিছনে রান্নাঘর থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। তাঁদের চিৎকারে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। খবর যায় দমকলে। চারটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

বুধবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা মেন রোডের ফুলবাগান মোড়ে একটি মিষ্টির দোকানে। প্রায় পুরো দোকানটি পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই দোকান লাগোয়া আরও দু’টি দোকানের কিছু অংশ এবং পিছন দিকের একটি বসতবাড়ি। আগুন-আতঙ্কে নারকেলডাঙা মেন রোডে কিছু ক্ষণ যানজটও হয়।

স্থানীয় সূত্রের খবর, এ দিন বিশ্বকর্মা পুজো দিয়েই দোকান খুলেছিলেন নিখিলেশ পাত্র, অমলেশ পাত্রেরা। নিখিলেশ বলেন, ‘‘সামনেই পুজো। বড় ক্ষতি হয়ে গেল।’’ ওই দোকানে কর্মী রয়েছেন দশ জন। তাঁদের এক জনের কথায়, ‘‘পুজোর মুখে এই অবস্থা হল। কবে থেকে আবার দোকান চালু হবে, কে জানে।’’

Advertisement

পুড়ে যাওয়া মিষ্টির দোকানের পিছনেই থাকেন পেশায় ব্যবসায়ী রাহুল ভারতী। তিনি বলেন, ‘‘কালো ধোঁয়া আমার বাড়িতে ঢুকতে থাকে। আতঙ্কে আমরা রাস্তায় বেরিয়ে আসি।’’ ওই মিষ্টির দোকানের পিছনে রয়েছে একটি বস্তি। স্থানীয়েরা জানান, দমকল দ্রুত আসায় আগুন তেমন ছড়াতে পারেনি। না হলে বড় বিপদ ঘটতে পারত। দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার লিক করে এই দুর্ঘটনা। পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘ফরেন্সিক বিশেষজ্ঞেরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। তাঁদের রিপোর্ট আসার পরেই আগুন লাগার কারণ জানা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন