Jadavpur University

Jadavpur University: গভীর রাতে আগুন, ভস্মীভূত যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষাগার

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শাশ্বতী মজুমদার বৃহস্পতিবার জানান, রাতে বেশ কয়েক জন পড়ুয়া গবেষণার সূত্রে বিভাগে ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ০৭:০৪
Share:

অবশেষ: পুড়ে যাওয়া সেই পরীক্ষাগার। বৃহস্পতিবার।

যন্ত্রপাতি-সহ বহু জিনিস। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। বুধবার গভীর রাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভবনের পাঁচতলার ওই ল্যাবরেটরিতে আগুন লাগে। পরীক্ষাগারের একটি ঘর ভস্মীভূত। অন্য ঘরেও ক্ষতির পরিমাণ যথেষ্ট। তিনটি ইঞ্জিন রাত সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শাশ্বতী মজুমদার বৃহস্পতিবার জানান, রাতে বেশ কয়েক জন পড়ুয়া গবেষণার সূত্রে বিভাগে ছিলেন। তাঁরাই খেয়াল করেন, ইলিউমিনেশন ল্যাবরেটরির অধীনস্থ ‘মানিক সরকার ল্যাবরেটরি’-তে আগুন লেগেছে। পরে সেই আগুন অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। বিভাগীয় প্রধান জানান, লেজ়ার শো করে বিখ্যাত, আমেরিকাবাসী মানিক সরকার এই বিভাগকে বেশ কিছু যন্ত্রপাতি দিয়েছিলেন। তাই পরীক্ষাগারটি তাঁর নামাঙ্কিত। অগ্নিকাণ্ডে সেই সব লেজ়ার যন্ত্রপাতি পুড়ে গিয়েছে। পাশের ঘরেরও কয়েকটি যন্ত্রপাতি নষ্ট হয়েছে।

শাশ্বতী বলেন, ‘‘ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।’’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, ‘‘আগুন লাগার কারণ জানতে ফরেন্সিক বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement