এসএসকেএম হাসপাতালের ‘রোনাল্ড রস’ ভবনের চার তলায় ধোঁয়া। আগুন নিয়ন্ত্রণে আনল দমকল। —নিজস্ব চিত্র।
এসএসকেএম হাসপাতালের রোনাল্ড রস ভবনে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন।
বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের রোনাল্ড রস ভবনের চার তলা থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএসকেএমের এই ভবনেই আগুন লাগে। —ফাইল চিত্র।
তবে এই অগ্নিকাণ্ডের জেরে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি হয়নি বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চার তলার যে অংশে আগুন লাগে, সেখানে কোনও রোগী ছিলেন। তবে ঘটনাস্থলের কাছেই রয়েছে চিকিৎসকেদের বসার জায়গা। ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিক হয়ে পড়েন নীচে দাঁড়িয়ে থাকা রোগীর পরিজনেরাও।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের কিছু সামগ্রী পুড়ে গিয়েছে। তবে তেমন ক্ষয়ক্ষতি আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ভবনের তিন তলায় থাকা রোগীরাও নিরাপদে রয়েছেন। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা অবশ্য স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।