KMC Election 2021

KMC Election 2021: প্রার্থী অপছন্দ! ভোটই দিতে গেলেন না শোভন, দিন কাটল টিভি দেখে আর চিকেন রেজালা খেয়ে

তিনি কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন ৩৬ বছর। কলকতার মেয়র আট বছর। অথচ, পুরভোটের দিন ভোটই দিতে গেলেন না শোভন চট্টোপাধ্যায়। কেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ০৭:২২
Share:

পুরভোটের দিন ভোটই দিতে গেলেন না শোভন চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

তিনি কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন ৩৬ বছর। কলকতার মেয়র আট বছর। অথচ, পুরভোটের দিন ভোটই দিতে গেলেন না শোভন চট্টোপাধ্যায়। দিনটা কাটল সংবাদমাধ্যমে চোখ রেখে আর রবিবারের বিশেষ মেনু চিকেন রেজ়ালা খেয়ে। মুখে বললেন, ‘‘কাকে ভোট দেব? ভোট দেওয়ার মতো প্রার্থী কোথায়? নোটায় নিশ্চয় দেব না!’’

Advertisement

রাজনীতি থেকে আপাতত দূরে থাকা প্রাক্তন মেয়র এখনও কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের ভোটার। তাঁর নতুন আধার কার্ড তৈরি হলেও ভোটার কার্ড রয়ে গিয়েছে ১৩১ নম্বর ওয়ার্ডের পুরনো ঠিকানাতেই। ওই ওয়ার্ড থেকেই ১০ বছর তৃণমূলের কাউন্সিলর ছিলেন শোভন। কিন্তু এ বার ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে রত্না চট্টোপাধ্যায়কে। যাঁর সঙ্গে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শোভনের। সেই প্রসঙ্গে শোভন বলেন, ‘‘প্রার্থী পছন্দ হয়নি বলেই গত বিধানসভাতেও ভোট দিতে যাইনি।’’ যার পরিপ্রেক্ষিতে রত্নার বক্তব্য, ‘‘এ সব কথার কোনও অর্থ নেই। মানুষ প্রার্থীকে ভোট দেন না। দলকে দেন।’’

একই সঙ্গে শোভন মনে করেন, এ বছর যে পরিমাণ গোলমালের অভিযোগ শোনা গিয়েছে, তা কাম্য ছিল না। তাঁর দাবি, ‘‘২০১৫ সালের ভোটে এত গন্ডগোল হয়নি। এমন রাজনীতির অংশ নই ভেবেই আশ্বস্ত লাগে, নিজেকে দায়মুক্ত মনে হয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন