ভাগাড়-কাণ্ডে জামিন মঞ্জুর

প্রায় ১০ মাস পরে জামিন পেল দেগঙ্গার ভাগাড়-কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত কৌসর আলি ঢালি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০০:৪৪
Share:

কলকাতা হাইকোর্ট। —ফাইল চিত্র।

প্রায় ১০ মাস পরে জামিন পেল দেগঙ্গার ভাগাড়-কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত কৌসর আলি ঢালি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ ওই জামিন মঞ্জুর করে। চার দিকে ঘেরা পরিত্যক্ত জায়গার মধ্যে দেগঙ্গায় দিনের পর দিন ধরে চলছিল মরা পশুর মাংস কেটে পাচারের কাজ। সেই ভাগাড়-কাণ্ড প্রকাশ্যে আসার পরে নড়েচড়ে বসে সিআইডি। তোলপাড় শুরু হয় সর্বত্র। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মরা পশুর মাংস পাচারের অভিযোগে ধরা পড়ে বেশ কয়েক জন। তাদের জেরা করেই গত বছর ২৪ মে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে এই কারবারের মূল চাঁই কৌসরকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকে জেলেই ছিল কৌসর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement