Mahua Das

Higher Secondary: উচ্চ মাধ্যমিকে প্রথমার ধর্ম পরিচয় বিতর্কেই কি সরতে হল? উত্তর এড়ালেন মহুয়া দাস

মহুয়া বললেন, ‘‘সরকার আমাদের মাথার উপর অভিভাবকের মতো আছে। আগেও বলেছি, পরীক্ষার ফলের উপর প্রভাব পড়েছে কোভিড পরিস্থিতির।’’

Advertisement

নিজস্ব সংবদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৬:৫৯
Share:

ফাইল চিত্র

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ তাঁকে সরিয়ে দেওয়ার কারণ কি? ফল ঘোষণার সময় প্রথম স্থানাধিকারী রুমানা সুলতানার ধর্ম পরিচয় উল্লেখ করেই কি সরকারের কোপের মুখে পড়লেন সদ্য অপসারিত মহুয়া দাস? সোমবার অপসারণের খবর আসার পর এই প্রশ্ন কার্যত এড়িয়ে গেলেন তিনি। ফল নিয়ে বিক্ষোভ বা তাঁর মন্তব্যে বিতর্ক, অপসারণের পিছনে এ সব কোনও কারণ নয়। তিনি বললেন, ‘‘মেয়াদ শেষ হওয়ার পরেও দায়িত্ব সামলাচ্ছিলাম। ১২ অগস্ট দায়িত্ব নিয়েছিলাম, আজ এক বছর পেরিয়ে ১৩ অগস্ট। মেয়াদ শেষ হয়েছে। সরকার যা করেছে ভেবেচিন্তে করেছে।’’

Advertisement

মহুয়া সাংবাদিকদের বললেন, এই সময়ের মধ্যে তিনি বাকি কাজও শেষ করে ফেলেছেন। পরীক্ষার ফল, রিভিউ, সব কাজ মিটিয়ে দিয়েছেন। তাই এই অধ্যায়ের এখানেই সমাপ্তি হতে পারে। দীর্ঘ আট বছর মহুয়া এই দায়িত্বে ছিলেন। কিন্তু কেন তাঁকে হঠাৎ সরিয়ে দেওয়া হল? মহুয়া বললেন, ‘‘আমার উপর একাধিক দায়িত্ব রয়েছে। বয়সও হয়েছে। সরকারের সিদ্ধান্তের কারণ আছে নিশ্চিত।’’

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার সময় প্রথমা ছাত্রীর ধর্ম উল্লেখ করে বিতর্ক তৈরি করেছিলেন মহুয়া দাস। তার পর জেলায় জেলায় পরীক্ষার ফল নিয়েও বিতর্ক তৈরি হয়। অপসারণের পিছনে কি এ সবই মূল কারণ? মহুয়া বললেন, ‘‘আমার মনে হয় না। সরকার আমাদের মাথার উপর অভিভাবকের মতো আছে। আগেও বলেছি, পরীক্ষার ফলের উপর প্রভাব পড়েছে কোভিড পরিস্থিতির। অনেক সময়ে আমাদের কর্মীরা আসতে পারেননি। কম লোক নিয়ে কাজ করতে হয়েছে। কিছু ভুল হতেই পারে। এসব কোনও কারণ নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement