প্ল্যাটফর্মে গর্ত, ঝুঁকি নিয়েই চলছে নিত্যযাত্রীদের ওঠানামা

ট্রেন থেকে নামছেন যাত্রীরা। সে ভাবে ভিড়ও নেই। কিন্তু এর মধ্যেও হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছিলেন এক মহিলা। কারণ, প্ল্যাটফর্মে গর্ত পা আটকে গিয়েছিল তাঁর। শুধু এক বার নয়, এমন প্রায়ই ঘটে টালিগঞ্জ স্টেশন। কারণ, টালিগঞ্জ স্টেশন চত্বর জুড়ে রয়েছে বেশ কিছু গর্ত। অসাবধান হলেই দুর্ঘটনা ঘটে বলে জানালেন নিত্যযাত্রীরা।

Advertisement

সুপ্রিয় তরফদার

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০০:৪০
Share:

এমনই দশা প্ল্যাটফর্মের। ছবি: শুভাশিস ভট্টাচার্য।

ট্রেন থেকে নামছেন যাত্রীরা। সে ভাবে ভিড়ও নেই। কিন্তু এর মধ্যেও হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছিলেন এক মহিলা। কারণ, প্ল্যাটফর্মে গর্ত পা আটকে গিয়েছিল তাঁর। শুধু এক বার নয়, এমন প্রায়ই ঘটে টালিগঞ্জ স্টেশন। কারণ, টালিগঞ্জ স্টেশন চত্বর জুড়ে রয়েছে বেশ কিছু গর্ত। অসাবধান হলেই দুর্ঘটনা ঘটে বলে জানালেন নিত্যযাত্রীরা।

Advertisement

রেল সূত্রের খবর, রেলের বিভিন্ন শাখায় প্ল্যাটফর্মে ছাউনি বসানোর কাজ চলছে। যার জেরে কয়েক মাস ধরেই প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি হয়েছে। টালিগঞ্জ রেল স্টেশনে ছাউনির কাজ শেষ হলেও প্ল্যাটফর্মের মেরামতি হয়ে ওঠেনি। কোনও রকমে মাটি চাপা দিয়েই দায় সেরেছে রেল। তা ছাড়া আলোও পর্যাপ্ত নয়। ফলে রাতে আরও অসুবিধা হয়। ফলে ঝুঁকি নিয়েই চলছে ওঠানামা।

নিত্যযাত্রীদের অভিযোগ, একেই প্ল্যাটফর্ম জুড়ে দোকানের পসড়া। তার উপরে একটি মাত্র প্ল্যাটফর্ম হওয়ার কোনও ট্রেন এলেই ভিড় উপচে পড়ে। কার্যত দাঁড়ানোর জায়গা থাকে না। তার উপর প্ল্যাটফর্মে গর্ত থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এক নিত্যযাত্রী বলেন, ‘‘ভিড় সামলে ট্রেনে উঠব না কি গর্ত থেকে বাঁচবো?’’

Advertisement

আবার রবীন্দ্র সরোবর মেট্রোস্টেশন থেকে বেরিয়ে টালিগ়়ঞ্জ রেল স্টেশনে ওঠার কিছুটা পরেই একেবারে রেল লাইন ঘেঁষে একটি ভাঙা অংশ রয়েছে। সেখানেও কোনও ভাবে পা আটকে গেলে হুমড়ি খেয়ে রেললাইনে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে জীবনের বড় রকমের ঝুঁকি হয়ে যায় যাত্রীদের। অনেকের আশঙ্কা, এই গর্তে ঢুকে ইঁদুর ধস নামাতে পারে। পূর্ব রেলের মুখ্য জনস‌যোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘সংশ্লিষ্ট বিভাগে বিষয়টি জানান হবে। চেষ্টা করা হবে দ্রুত সমস্যা সমাধানের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন