বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলার মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার সকাল ছ’টা নাগাদ চেতলার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম মণিকা হাতি (৪৩)। তিনি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মণিকাদেবী চেতলার ফুটপাথে সব্জি বিক্রি করতেন। তিনি রোজ তাঁর দাড়িপাল্লা রেখে যেতেন স্থানীয় একটি বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ১৬:২৮
Share:

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার সকাল ছ’টা নাগাদ চেতলার ঘটনা।
পুলিশ জানায়, মৃতের নাম মণিকা হাতি (৪৩)। তিনি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মণিকাদেবী চেতলার ফুটপাথে সব্জি বিক্রি করতেন। তিনি রোজ তাঁর দাড়িপাল্লা রেখে যেতেন স্থানীয় একটি বাড়িতে। এই দিন সকালে সব্জি বিক্রি করতে বসার আগে দাঁড়িপাল্লা আনতে গিয়ে কোনও ভাবে বৈদ্যুতিক তারের সংর্স্পশে আসেন তিনি। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement