Unnatural Death

বিষ খেয়ে মৃত্যু বধূর, ধৃত স্বামী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ বছর আগে দেগঙ্গার অম্বিকানগরের বাসিন্দা সুজাতার সঙ্গে আমিনপুরের কমল কর্মকারের বিয়ে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ০২:১২
Share:

প্রতীকী ছবি।

আয় নেই, তাই ধার শোধ করতে বাড়ি বিক্রির চেষ্টা করছিলেন স্বামী। তাতে বাধা দিয়েছিলেন স্ত্রী। অভিযোগ, সে কারণেই রাগের মাথায় স্ত্রীকে আত্মঘাতী হতে বলে বিষ এনে দিয়েছিলেন। শনিবার সেই বিষ খেয়েই আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী। পুলিশের জেরায় এমনটাই জানিয়েছেন স্বামী।

Advertisement

গত শনিবার রাতে দেগঙ্গা থানার আমিনপুর এলাকার বাসিন্দা, সুজাতা কর্মকার (৪০) নামে এক গৃহবধূ বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে আর জি করে মৃত্যু হয় তাঁর। সুজাতার পরিবারের অভিযোগে ভিত্তিতে মঙ্গলবার রাতেই তাঁর স্বামী কমল কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ বছর আগে দেগঙ্গার অম্বিকানগরের বাসিন্দা সুজাতার সঙ্গে আমিনপুরের কমল কর্মকারের বিয়ে হয়। কয়েক মাস ধরে তেমন কাজ না থাকায় সংসার চালাতে ধারদেনা করেছিল কমল। বর্তমানে ধার মেটাতে বাড়ি বিক্রির চেষ্টা করছিল সে। তাতে বাধা দেন সুজাতা। কৃষ্ণা রায় নামে স্থানীয় এক বাসিন্দা বুধবার বলেন, ‘‘শনিবার রাতে কমল বাড়ি না ফেরায় ফোনে দু’জনের মধ্যে ঝগড়া হয়। তার পরেই সুজাতা বিষ খান।’’

Advertisement

পুলিশের কাছে সুজাতার পরিবার অভিযোগ করেছে, বাড়ি বিক্রিতে বাধা দেওয়ায় সুজাতাকে মারধর করত কমল। মৃতার দাদা রাম মজুমদার এ দিন বলেন, ‘‘আমার বোনকে খুন করা হয়েছে। দোষীর উপযুক্ত শাস্তি চাই।’’পুলিশের দাবি, স্ত্রীকে আত্মঘাতী হতে বলে বিষ এনে দিয়েছিলেন বলে জেরায় স্বীকার করেছে কমল। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন