Kalikaprasad death News

আমার এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না

একটু আগেই কালিকাপ্রসাদের গান শুনছিলাম। আজ সকালেই ওর গান ছিল আমার সঙ্গী।

Advertisement

দেবশঙ্কর হালদার

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ১৪:২০
Share:

অদ্ভুত!

Advertisement

একটু আগেই কালিকাপ্রসাদের গান শুনছিলাম। আজ সকালেই ওর গান ছিল আমার সঙ্গী। এমন মর্মান্তিক মৃত্যুর গান ও বাঁধবে, ভাবিনি কখনও। ওই গানই আজ এত প্রাসঙ্গিক হয়ে গেল!
ভাবতে পারছি না কালিকা আর নেই। পাশাপাশি পথ চলেছি অনেকদিন। আমি ওকে ১৯৮৮-৮৯ থেকে চিনি। তখনও ও আজকের কালিকাপ্রসাদ হয়ে ওঠেনি। কিন্তু তখন থেকেই আমি ওর কাজকর্মের সঙ্গে পরিচিত ছিলাম। ধীরে ধীরে গভীর বন্ধুত্ব হয়ে যায়।

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ

Advertisement

ভীষণ কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে, মিস করছি কালিকা…

আমাকে দেবুদা বলে ডাকত।

মনে আছে, একবার সন্ধেয় আমার নাটক ছিল বলে ‘সহজ পরব’-এর উদ্বোধনী অনুষ্ঠান বিকেলে এগিয়ে এনেছিল। এমন অজস্র ঘটনা। সব হয়তো এই মুহূর্তে গুছিয়ে মনেও করতে পারছি না। আদ্যন্ত ভদ্রলোক কালিকা। আমার এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না।

আরও পড়ুন:মৃত্যুর গান, দুঃখের গান— সব ছাপিয়ে এখন কালিকার মুখই ভেসে উঠছে


হাসিখুশি ছেলেটা এ ভাবে চলে গেল?

আমার এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না

মাটিতে পা রেখেই শহরের মঞ্চেও লোকগান শোনাতে চেয়েছেন কালিকাপ্রসাদ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন