Kolkata metro

বাড়ছে মেট্রোর সংখ্যা, কমছে ই-পাস ব্যবহারের সময়

দিনের শেষ মেট্রো কবি সুভাষের দিক থেকে সাড়ে ৯টায় এবং নোয়াপাড়া থেকে ৯-২৫ মিনিটে ছাড়বে। দমদম থেকে ওই মেট্রো কবি সুভাষের উদ্দেশে সাড়ে ৯ টায় ছাড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০২:৪৫
Share:

—ফাইল চিত্র

মেট্রোয় নতুন বছরে বাড়ছে ট্রেনের সংখ্যা। ৪ জানুয়ারি থেকে দিনে ২১৬টির জায়গায় ২২৮টি ট্রেন ছুটবে। একই সঙ্গে সকাল এবং সন্ধ্যায় ই-পাস ব্যবহারের সময় কমছে। তবে ট্রেন বাড়লেও পরিষেবার সময় এখনই বাড়ছে না বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

মেট্রো সূত্রের খবর, দিনের শেষ মেট্রো কবি সুভাষের দিক থেকে সাড়ে ৯টায় এবং নোয়াপাড়া থেকে ৯-২৫ মিনিটে ছাড়বে। দমদম থেকে ওই মেট্রো কবি সুভাষের উদ্দেশে সাড়ে ৯ টায় ছাড়বে। কর্তৃপক্ষ জানাচ্ছেন, রাত ৮টার পরে বেশির ভাগ ট্রেনেই যাত্রী কমছে। দু’টি প্রান্তিক স্টেশন থেকে ছাড়া অন্তিম ট্রেনে হাতে গোনা যাত্রী যাতায়াত করছেন। তুলনায় বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে যাত্রীদের ভিড় বেশি থাকছে। তাই ৪ জানুয়ারি, সোমবার থেকে কাজের দিনের বেশির ভাগ সময়ে সাত মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে। সেই অনুযায়ী, আপ লাইনে কবি সুভাষ থেকে দমদমের দিকে সকাল ৯টা ৬ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত এবং ডাউন লাইনে দমদম থেকে কবি সুভাষের দিকে সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত সাত মিনিট অন্তর মেট্রো চলবে।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “অফিসে যাতায়াত বৃদ্ধির ফলে মেট্রোয় যাত্রীর সংখ্যা বাড়ছে। সেই দিক বিচার করেই দিনের বেশির ভাগ সময়ে সাত মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত হয়েছে।” তিনি জানান, স্কুল-কলেজ বন্ধ থাকায় খুব সকালে এবং দুপুরে যাত্রীর সংখ্যা মেট্রোয় বেশ কম থাকছে। ফলে পরিষেবার সময় বদলের কথা এখনই ভাবছেন না কর্তৃপক্ষ।

Advertisement

আরও পড়ুন: ফের বাড়ল আয়কর রিটার্নের সময়, ১০ জানুয়ারি পর্যন্ত, জানাল অর্থ মন্ত্রক

ই-পাসের নিয়মে এখনই রদবদল হচ্ছে না। বয়স্ক, মহিলা ও ১৫ বছর পর্যন্ত বয়সিদের কোনও ই-পাস এখন যেমন লাগে না, তেমন ব্যবস্থাই থাকবে। শনি ও রবিবারে ই-পাস ছাড়াই মেট্রোয় সফর করা যাবে। তবে সোম থেকে শুক্রবারের মধ্যে ১৫ বছরের বেশি বয়সি পুরুষ যাত্রীদের ক্ষেত্রে সকাল ও সন্ধ্যায় ই-পাসের ব্যবহার আগের থেকে এক ঘণ্টা করে কমছে। এখন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়ের মধ্যে মেট্রো যাত্রায় ই-পাস লাগবে পনেরো বছরের ঊর্ধ্বের পুরুষ যাত্রীদের। আগে সকাল এবং সন্ধ্যা মিলিয়ে মেট্রো সফরে ই-পাস বুকের মোট ছ’টি স্লট চালু ছিল। নতুন সূচিতে ওই স্লট চারটিতে এসে ঠেকবে। সকাল এবং সন্ধ্যায় দু’টি করে স্লট চালু থাকবে।

আরও পড়ুন: সৌম্যেন্দুর অপরাধ কী? ‘ন্যায়বিচার’ চেয়ে মমতাকে চিঠি মধ্যম অধিকারীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন