ফুটপাতের ‘ক্ষতি’ করছে যারা, তাদের নাম লিখছে পুরসভা

পুরসভা সূত্রের খবর, একটি সংস্থার কাজের জন্য আট নম্বর বরোর অধীনস্থ ৮৫ নম্বর ওয়ার্ডের একাধিক ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এত দিন বিনা বাক্যব্যয়ে ফুটপাত সারিয়ে দেওয়া হত। কিন্তু এখন থেকে ফুটপাত সারাইয়ের জন্য ডাকা দরপত্রে ওই সংস্থাগুলির নাম উল্লেখ করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২৩
Share:

কাজ করতে গিয়ে ফুটপাতের ক্ষতি করছে যারা, দরপত্রে এ বার সরাসরি সেই সংস্থাগুলির নাম উল্লেখ করা শুরু করেছে কলকাতা পুরসভা। এর আগে রাস্তার ক্ষেত্রেও এই নীতি গ্রহণ করেছিলেন পুর কর্তৃপক্ষ।

Advertisement

পুরসভা সূত্রের খবর, একটি সংস্থার কাজের জন্য আট নম্বর বরোর অধীনস্থ ৮৫ নম্বর ওয়ার্ডের একাধিক ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এত দিন বিনা বাক্যব্যয়ে ফুটপাত সারিয়ে দেওয়া হত। কিন্তু এখন থেকে ফুটপাত সারাইয়ের জন্য ডাকা দরপত্রে ওই সংস্থাগুলির নাম উল্লেখ করা হচ্ছে। এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘ফুটপাত যাদের কারণে খারাপ হবে, তাদের নাম উল্লেখ করা হবে। না হলে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।’’

যেমন, ৮৫ নম্বর ওয়ার্ডের ফুটপাতের ক্ষেত্রে দু’টি টেলিকম সংস্থার নাম করা হয়েছে। পুর আধিকারিকদের একাংশের বক্তব্য, কাজ করার সময়ে বিভিন্ন সংস্থা, এমনকি পুরসভার বিভিন্ন দফতরও সতর্ক হচ্ছিল না। ফলে অনেক সময়েই ফুটপাত ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই পুরকর্তারা মনে করছেন, দরপত্রে নাম উল্লেখ করা হলে হয়তো ওই সংস্থাগুলি কিছুটা সতর্ক হবে। সে ক্ষেত্রে পুরসভাকে জানিয়ে তবেই খোঁড়াখুঁড়ি হবে বলে আশা পুর আধিকারিকদের। পুরসভা সূত্রের খবর, সংশ্লিষ্ট ওয়ার্ডের ওই ফুটপাত মেরামতির জন্য প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement