Metro

রেকে ধোঁয়া, মেট্রো বিভ্রাটে সমস্যায় নিত্যযাত্রীরা

ফের মেট্রো বিভ্রাট। লাইনে আগুনের ফুলকি দেখে আতঙ্কে নিত্যযাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ১২:০১
Share:

ফের মেট্রো বিভ্রাট।

ফের মেট্রো বিভ্রাট। মেট্রো রেকে ধোঁয়া দেখে আতঙ্কে নিত্যযাত্রীরা।

Advertisement

শুক্রবার কালীঘাট থেকে যতীন দাস পার্ক এর মাঝে মেট্রোর রেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। এর পরই যতীন দাস স্টেশনে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।

ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। কী কারণে মেট্রো রেকে ধোঁয়া দেখা গিয়েছিল তা অবশ্য এখনও জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন: স্থাবর সম্পত্তি নেই, নেই গাড়িও, নগদের পরিমাণ লাখ টাকারও কম, হলফনামায় জানালেন অভিষেক​

অফিস টাইমে দমদমগামী মেট্রোর এই ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর পর কালীঘাট থেকে দমদম মেট্রো চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো সূত্রে খবর।

আরও পড়ুন: সারদা মামলায় রাজীব কুমারের রক্ষাকবচ সরিয়ে নিল সুপ্রিম কোর্ট​

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, সকাল ১০.৩৮ মিনিট নাগাদ নিউ গড়িয়া থেকে দমদম গামী মেট্রোতে একটি ট্রেন ঢোকার সময় এই ঘটনার খবর আসে। কোচের যাত্রীরা অভিযোগ জানান, ট্রেনের রেকে ধোঁয়া দেখা গিয়েছে। মোটরম্যান ও স্টেশনের কর্মীরা পেয়ে ঘটনাস্থলে চলে আসেন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।

আগুনের ফুলকি দেখে প্ল্যাটফর্মে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে। পরে ১০.৪৬ মিনিট নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement