টালার হয়রানি এড়াতে বেশি মেট্রো

কবি সুভাষ স্টেশন থেকে নোয়াপাড়াগামী রাতের শেষ ট্রেন ছাড়বে‌ ৯টা ২৩ মিনিটে। পাশাপাশি  বাসের যাত্রীদের সুবিধার জন্য শুক্রবার ডানলপে ১০০টি অ্যাপচালিত বাতানুকূল বাসের যাত্রার সূচনা করেন পরিবহণমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৯ ০২:৩৩
Share:

ফাইল চিত্র।

টালা সেতু বন্ধের জেরে যাত্রীদের হয়রানি কমাতে মেট্রোকে নোয়াপাড়া থেকে ট্রেন বাড়ানোর কথা বলেছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

সেই মতো পুজোর ছুটি মিটতেই আগামী সোমবার থেকে ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে মেট্রো। সপ্তাহের কাজের দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার এখন দমদম থেকে নোয়াপাড়ার মধ্যে সারাদিনে ১১১টি ট্রেন চলে। ওই সংখ্যা বাড়িয়ে ১২১ করা হচ্ছে। এর মধ্যে দমদম থেকে নোয়াপাড়ার দিকে চলবে ৬১টি ট্রেন এবং নোয়াপাড়া থেকে দমদমের দিকে চলবে ৬০টি ট্রেন। শনিবার ওই দু’টি স্টেশনের মধ্যে ট্রেনের সংখ্যা ৮১ থেকে বেড়ে ৯৯ হচ্ছে। এর মধ্যে দমদম থেকে নোয়াপাড়ার দিকে ৫০টি ট্রেন এবং নোয়াপাড়া থেকে দমদমের দিকে ৪৯টি ট্রেন চলবে। রবিবার ওই দুই স্টেশনের মধ্যে ট্রেনের সংখ্যা ৫২ থেকে বাড়িয়ে ৬১ করা হচ্ছে। এর মধ্যে নোয়াপাড়ার দিকে ৩১টি ও নোয়াপাড়া থেকে ৩০টি ট্রেন চলবে।

কবি সুভাষ স্টেশন থেকে নোয়াপাড়াগামী রাতের শেষ ট্রেন ছাড়বে‌ ৯টা ২৩ মিনিটে। পাশাপাশি বাসের যাত্রীদের সুবিধার জন্য শুক্রবার ডানলপে ১০০টি অ্যাপচালিত বাতানুকূল বাসের যাত্রার সূচনা করেন পরিবহণমন্ত্রী। বেসরকারি সংস্থার ছোট আকারের বাতানুকূল বাসগুলি বিভিন্ন রুটে যাতায়াত করবে। এর আগে মাঝেরহাট সেতু বিপর্যয়ের সময়েও একই ভাবে বেহালার বিভিন্ন গন্তব্য থেকে অ্যাপচালিত বাসের পরিষেবা শুরু করেছিল পরিবহণ দফতর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন