KMC Result 2021

KMC Poll Result 2021: বাংলার রাজনীতিতে ঘৃণা এবং হিংসার স্থান নেই, বিজেপি-কে খোঁচা অভিষেকের

পুরভোটে বিপুল জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিনম্র ভাবে কলকাতাবাসীর উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১২:৪৪
Share:

বিপুল জয়ের পরে টুইট অভিষেকের।

কলকাতা পুরভোটে তৃণমূলের বিপুল জয় স্পষ্ট হতেই দলের নাম না করে বিজেপি-কে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইটারে লেখেন, ‘কলকাতার মানুষ ফের প্রমাণ করলেন বাংলায় ঘৃণা এবং হিংসার রাজনীতির কোনও স্থান নেই। আমাদের প্রতি এই বিপুল জনসমর্থনের জন্য আমি সকলকে অভিনন্দন জানাই। আমরা বিনম্র ভাবে আপনাদের উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’

Advertisement

প্রসঙ্গত, পুরভোটের প্রচারপর্বেও বিনম্র ভাবে মানুষের জন্য কাজ করার কথা বলেছিলেন অভিষেক। পাশাপাশি, ভোটে জেতার জন্য ‘প্রভাব’ বিস্তারের চেষ্টা না করতেও তৃণমূলের প্রার্থীদের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। যদিও রবিবার পুরভোটের দিন শহরের নানা প্রান্তেই অশান্তির অভিযোগ উঠেছে। যদিও অভিষেক আগেই জানিয়েছেন, কোনও জায়গায় অশান্তি বাধানেোয় তৃণমূল জড়িত থাকার প্রমাণ দিলে দলীয় এবং প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement