ফুটপাত থেকে চুরি ঘুমন্ত শিশুকন্যা

কলেজ স্ট্রিট এলাকার ‘বর্ণপরিচয়’-এর পাশের গলিতেই মার্কাস স্কোয়ার। সেখানেই ফুটপাতে থাকেন ভ্যানচালক মহম্মদ ইরফান ও তাঁর স্ত্রী নিখত পরভিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০২:০৯
Share:

নিখোঁজ শিশুর ছবি নিয়ে পরিবারের সদস্যেরা। শুক্রবার। নিজস্ব চিত্র

চার বছরের ছেলে আর এক বছর দু’মাসের মেয়েকে নিয়ে ভ্যানরিকশায় ঘুমোচ্ছিলেন মা। গরমকালে প্রায়ই এ ভাবে বাইরে ঘুমোন তিনি।

Advertisement

কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে ছেলে আর মায়ের মাঝখান থেকে একরত্তি শিশুকন্যাটিকে কে যেন তুলে নিয়ে গিয়েছে! শুক্রবার ভোরে পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করলেন মার্কাস স্কোয়ারের ঝুপড়িবাসী দম্পতি নিখত পরভিন ও মহম্মদ ইরফান। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামলেও এ দিন সন্ধ্যা পর্যন্ত ওই শিশুর খোঁজ মেলেনি।

কলেজ স্ট্রিট এলাকার ‘বর্ণপরিচয়’-এর পাশের গলিতেই মার্কাস স্কোয়ার। সেখানেই ফুটপাতে থাকেন ভ্যানচালক মহম্মদ ইরফান ও তাঁর স্ত্রী নিখত পরভিন। তাঁদের বছর চারেকের এক ছেলে এবং এক বছর দু’মাসের একটি মেয়ে রয়েছে। নিখত জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়েছিলেন তিনি। গভীর রাতে একটি বাচ্চা ছেলের চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। ধড়মড় করে উঠে তিনি দেখেন, পাশে মেয়ে নেই!

Advertisement

নিখতের চিৎকারে ঘুম ভেঙে যায় আশপাশের লোকজনেরও। ঘুমের ঘোর কাটতেই তাঁরা বুঝতে পারেন, তাঁদেরই পড়শির শিশুকন্যাকে কেউ চুরি করে পালিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা পাশের গলির দিকে ছুটে যান। জানা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে দেখা গিয়েছে একটি বাচ্চাকে কোলে নিয়ে ছুটে পালাতে। কিন্তু তত ক্ষণে সেই চোর চম্পট দিয়েছে।

পাশের গলির বাসিন্দা, প্রৌঢ় মহম্মদ ইকবাল জানান, রাতে ঘুম ভেঙে যাওয়ায় তিনি বারান্দায় বেরিয়ে বিড়ি খাচ্ছিলেন। সেই সময়ে দেখেন, গেঞ্জি আর জিন্‌স পরা এক ব্যক্তি একটি শিশুকে কাঁধে শুইয়ে নিয়ে প্রায় দৌড়ে বেরিয়ে যাচ্ছে। পরে চিৎকার শুনে অন্যদের সঙ্গে তিনিও বড় রাস্তায় বেরিয়ে ওই লোকটিকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু কাউকে দেখতে পাননি।

কলকাতার ফুটপাত থেকে শিশু চুরির ঘটনা এই প্রথম নয়। বছরখানেক আগে বউবাজার থানা এলাকা থেকে একটি শিশুকে চুরির অভিযোগ উঠেছিল। তবে মার্কাস স্কোয়ারের ওই এলাকা থেকে এর আগে কোনও বাচ্চা চুরির ঘটনা ঘটেনি বলেই শুক্রবার সেখানকার বাসিন্দারা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই। তবে কলেজ স্ট্রিট ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে ক্যামেরা রয়েছে। তাই শিশুটিকে নিয়ে চোর যদি ওই দু’টির একটি রাস্তা ধরে পালিয়ে থাকে, তা হলে ক্যামেরায় তা ধরা পড়ার কথা। সেই ফুটেজই এখন খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন