Kolkata Police Investigation

সমাজমাধ্যমে বিতর্কিত পোস্টের জের! হরিয়ানা থেকে তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

কলকাতার একটি থানায় মামলা রুজু হয়েছিল তরুণীর বিরুদ্ধে। সম্প্রতি, সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক ছড়ায়। ওই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৮:১৪
Share:

গুরুগ্রাম থেকে তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

একটি বিতর্কিত পোস্টের জন্য হরিয়ানার গুরুগ্রাম থেকে এক তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত তরুণী পুণের এক বিশ্ববিদ্যালয়ের আইনের পড়ুয়া। তাঁর বিরুদ্ধে কলকাতায় একটি এফআইআর রুজু হয়েছিল। সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী সময়ে ওই সমাজমাধ্যম পোস্টে তরুণী এমন কিছু লিখেছিলেন, যা থেকে একটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হওয়ার সম্ভাবনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় শুক্রবার গুরুগ্রাম থেকে ওই তরুণীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই পোস্টের জন্য গত ১৫ মে কলকাতার একটি থানায় মামলা দায়ের হয়। ওই পোস্টটির কারণে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা করছিল পুলিশ। সেই মতো ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করা হয়। এর পাশাপাশি শান্তিভঙ্গের চেষ্টা, ইচ্ছাকৃত ভাবে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং উস্কানিমূলক বিবৃতির অভিযোগেও মামলা রুজু হয়।

এফআইআর রুজু করে তদন্ত শুরুর পরে অভিযুক্ত তরুণীকে একাধিক বার নোটিস পাঠানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে কলকাতা পুলিশ জানিয়েছে। এই অবস্থায় আদালত থেকে ওই তরুণীর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা হয়। এর পরেই কলকাতা পুলিশের এক দল গুরুগ্রামে যায় এবং শুক্রবার সেখান থেকে অভিযুক্ত তরুণীকে পাকড়াও করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement