Dacoity Attempt in Kalighat

কালীঘাটে গয়নার দোকানে ডাকাতির ছক! অস্ত্র-সহ সন্দেহভাজন পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ কালীঘাট রোডে আদিগঙ্গার ধারে একটি জায়গায় জড়ো হয়েছিলেন অভিযুক্তেরা। সেখানে একটি গয়নার দোকানে ডাকাতির ছক ছিল তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৭:৫০
Share:

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ জনকে গ্রেফতার করল কালীঘাট থানা। —প্রতীকী চিত্র।

কালীঘাটে এক গয়নার দোকানে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিলেন পাঁচ জন। সঙ্গে ছিল প্রাণঘাতী অস্ত্র। কিন্তু ডাকাতির আগেই তাঁরা ধরে পড়ে যান পুলিশের হাতে। সন্দেহভাজন ওই পাঁচ জনকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ কালীঘাট রোডে আদিগঙ্গার ধারে একটি জায়গায় জড়ো হয়েছিলেন অভিযুক্তেরা। সেখানে একটি গয়নার দোকানে ডাকাতির ছক ছিল তাঁদের। শুক্রবার রাতে গয়নার দোকানের সামনে থেকেই সন্দেহভাজনদের পাকড়াও করা হয়। ধৃতদের মধ্যে এক জন মহেশতলার বাসিন্দা। বাকিদের মধ্যে দু’জনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় এবং দু’জনের বাড়ি নোদাখালিতে। ধৃতদের বয়স ২১-৪২ বছরের মধ্যে।

শুক্রবার রাতে কালীঘাট থানা এলাকার এক গয়নার দোকানের সামনে তাঁদের সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে আসে। তা দেখে প্রথমে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় তাঁদের তল্লাশিও করা হয়। সেই সময় তাঁদের থেকে বেশ কিছু প্রাণঘাতী অস্ত্র উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। এ ছাড়া আরও কিছু সন্দেহজনক জিনিসপত্র উদ্ধার হয়েছে, যা দেখে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশেই এলাকায় জড়ো হয়েছিলেন ওই পাঁচ জন। ওই জিনিসগুলি তাঁরা কোথা থেকে পেলেন, সে বিষয়ে পুলিশের প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিযুক্তেরা। শেষে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তাঁরা ওই অস্ত্র কোথা থেকে পেলেন, তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement