Kolkata Police

কলকাতা জুড়ে গোয়েন্দাদের তল্লাশি, উদ্ধার ১ কোটিরও বেশি টাকা

পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছ থেকে ১ কোটি ৬ হাজার নগদ টাকা পাওয়া গিয়েছে। এই টাকার কোনও হিসাব দিতে পারেননি ধৃতেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ২২:৫৩
Share:

উদ্ধার হওয়া টাকা। নিজস্ব চিত্র।

কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বড়বাজার এবং পোস্তা থানার চারটি জায়গায় তল্লাশি চালিয়ে ওই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন, গৌরব পারজাপতি, অজয় সারোগি, মনোজ কুমার সিংহ এবং রাজেশ কুমার। তাঁদের বড়বাজার, জোড়াবাগান, বৌবাজার এবং পোস্তা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছ থেকে ১ কোটি ৬ হাজার নগদ টাকা পাওয়া গিয়েছে। এই টাকার কোনও হিসাব দিতে পারেননি ধৃতেরা।

এ দিন গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার ১২টি জায়গায় তল্লাশি চালিয়েছিল গোয়েন্দাদের ৫টি দল।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আরও পড়ুন: অজয়ই ‘নায়ক’, ভাইরাল ভিডিয়ো দেখে ফের নির্বাচন কেতুগ্রামে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement